• মেয়ের জন্মদিন, টাকা জোগাড় করতে চুরি করে শ্রীঘরে বাবা
    বর্তমান | ১৩ ফেব্রুয়ারি ২০২৫
  • নিজস্ব প্রতিনিধি, শিলিগুড়ি ও সংবাদদাতা, বাগডোগরা: মেয়ের জন্মদিনের টাকা জোগাড় করতে চুরির পথ বেছেছিল বাবা। যদিও শেষরক্ষা হল না। চোরাই সামগ্রী বিক্রি করতে এসে পুলিসের জালে ধরা পড়ে গেল। বমাল চোর ধরে মাটিগাড়া থানার পুলিস। অভিযুক্তের ঠাঁই হল শ্রীঘরে। 


    মাটিগাড়া থানা জানিয়েছে, ধৃতের নাম নুরু ইসলাম। তার বাড়ি ফুলবাড়িতে। পুলিস সূত্রে জানা গিয়েছে, শিলিগুড়ি পুলিস কমিশনারেটের মাটিগাড়া থানার শিবমন্দির কালীবাড়ি এলাকার বাসিন্দা ঈশানী শিকারি গুহরায় আত্মীয়ের বাড়িতে ঘুরতে গিয়েছিলেন। ২৪ জানুয়ারি রাতে তিনি এবং তাঁর পরিবারের সদস্যরা বাড়ি ফিরে আসেন। কিন্তু দেখেন ঘরের দরজার তালা ভাঙা। সবকিছু লণ্ডভণ্ড। বাড়িতে চুরি হয়েছে। ঘর থেকে টিভি, বাসনপত্র থেকে শুরু করে বাথরুমের ট্যাপও নিয়ে গিয়েছে চোর। পরের দিন ২৫ জানুয়ারি বিষয়টি নিয়ে মাটিগাড়া থানার দ্বারস্থ হন ঈশানী। 


    মহিলার অভিযোগের ভিত্তিতে ঘটনার তদন্তে নামে মাটিগাড়া থানার পুলিস। বিভিন্ন সূত্র ধরে অবশেষে পুলিস দুষ্কৃতীকে চিহ্নিত করে। তবে অভিযুক্তকে ধরার আগেই সে মঙ্গলবার রাতে মাটিগাড়া থানারই বিশ্বাস কলোনিতে একটি  দোকানে ওই সমস্ত জিনিস বিক্রি করতে আসে। সেই সময় সে বমাল পুলিসের হাতে ধরা পড়ে যায়। নগদ অর্থ ছাড়া ওই বাড়ি থেকে চুরি যাওয়া বাকি জিনিস উদ্ধার করতে সক্ষম হয় পুলিস। টাকা উদ্ধারের চেষ্টা করা হচ্ছে বলে পুলিস জানিয়েছে। 


    রাতে ধৃতকে গ্রেপ্তার করার পর দফায় দফায় জিজ্ঞাসাবাদ করে মাটিগাড়া থানার পুলিস। ধৃতকে জিজ্ঞাসাবাদে মধ্য দিয়েই তদন্তকারী অফিসাররা পান চাঞ্চল্যকর কিছু তথ্য। অভিযুক্ত জানায়, তার মেয়ের জন্মদিনের টাকা জোগাড় করতেই সে চুরির পথ বেছে নিয়েছিল। এটা ছিল নিজের জীবনে প্রথম চুরি। ধৃত তদন্তে মোড় ঘোরাতেই এসব বলছে কি না খোঁজ করে পুলিস। কিন্তু জানতে পারে চলতি মাসেই নুরের মেয়ের জন্মদিন রয়েছে। বেসরকারি সংস্থার সামান্য মাইনের কর্মী নুরের পক্ষে কোনওমতেই সেই টাকা জোগাড় করা সম্ভব হয়ে উঠছিল না। সেই কারণেই শিবমন্দির এলাকায় কিছুদিন ধরে রেকি করতে থাকে সে। সেখানেই সে একটি খালি বাড়ির সন্ধান পায়। এরপরেই অনেক কষ্টে বাড়িতে ঢুকে ঘরের সব জিনিসপত্র চুরি করে পালায়। কিন্তু শেষরক্ষা হয়নি। উদ্ধার হওয়া সমস্ত সামগ্রী ওই মহিলার হাতে তুলে দেওয়া হবে বলে মাটিগাড়া থানার পুলিস জানিয়েছে। 


    মাটিগাড়া থানার এক শীর্ষ পুলিস অফিসার জানিয়েছেন, জেরার সময় ভেঙে পড়েছিল নুর। চুরির ঘটনা যাতে কোনওমতেই মেয়ে না জানতে পারে তা নিশ্চিত করতে বারবার তদন্তকারী অফিসারদের অনুরোধ করে সে।
  • Link to this news (বর্তমান)