সংবাদদাতা, তপন: লরির চাকায় পিষ্ট হয়ে ঘটনাস্থলেই মৃত্যু ভ্যান চালকের। বুধবার তপন ব্লকের করদহ সংলগ্ন বার্ণীতলা এলাকার দুর্ঘটনা। মৃতের নাম সাকারিয়া সোরেন (৬০)। বাড়ি রামচন্দ্রপুর গ্রাম পঞ্চায়েতের নাজিরপুরে। পরিবারে স্ত্রী ও সন্তান থাকলেও তিনিই উপার্জন করে সংসার চালান।
এদিন বার্ণীতলা এলাকায় গ্রামীণ রাস্তা দিয়ে ভ্যানে করে মাটি পরিবহণের কাজ করছিলেন ওই বৃদ্ধ। এলাকায় একটি কালভার্ট পার হওয়ার সময় বিপরীত দিক থেকে আসা একটি লরি নিয়ন্ত্রণ হারিয়ে সাকারিয়াকে ধাক্কা মারে। লরির চাকায় পিষ্ট হয়ে ঘটনাস্থলেই মৃত্যু হয় ভ্যানচালকের। স্থানীয়রা ঘটনাস্থলে পৌঁছনোর আগেই লরিটি পালিয়ে যায়। কিন্তু কিছুক্ষণের মধ্যেই ঘটনাস্থল থেকে প্রায় ৭ কিমি দূরে ভিকাহার এলাকায় লরি সহ চালককে আটক করা হয়। তপন থানার পুলিস জানিয়েছে, ভিকাহার থেকে লরি সহ চালককে আটক করা হয়েছে। মৃতদেহ ময়নাতদন্তে পাঠিয়ে পুরো ঘটনার তদন্ত শুরু হয়েছে।