• কুমারগ্রামে চোলাইয়ের বিরুদ্ধে অভিযান  
    বর্তমান | ১৩ ফেব্রুয়ারি ২০২৫
  • সংবাদদাতা, কুমারগ্রাম: বুধবার কুমারগ্রাম ব্লকের বিভিন্ন স্থানে চোলাইয়ের বিরুদ্ধে যৌথ অভিযান চালায় আবগারি দপ্তর ও পুলিস। অভিযানে প্রচুর পরিমাণে চোলাই ও মদ তৈরির উপকরণ বাজেয়াপ্ত করা হয়। এদিন কুমারগ্রাম ব্লকের মরাখাতা, খোয়ারডাঙা, হিন্দুবস্তি এলাকায় যৌথ অভিযান চালায় আবগারি বিভাগের কুমারগ্রাম, আলিপুরদুয়ার সদর, কালচিনি সার্কেল এবং কামাখ্যাগুড়ি ফাঁড়ির পুলিস। অভিযানে ১১০ লিটার চোলাই, ৪৫০০ লিটার উপকরণ এবং ২০টি অ্যালুমিনিয়াম হাঁড়ি বাজেয়াপ্ত করা হয়েছে। আবগারি দপ্তর জানিয়েছে, চোলাই মদের রমরমা রুখতে এই ধরনের অভিযান চলবে।
  • Link to this news (বর্তমান)