• এসএসসির জুনিয়র ইঞ্জিনিয়ারিংয়ে সর্বভারতীয় প্রথম শিলিগুড়ির সঙ্কেত
    বর্তমান | ১৩ ফেব্রুয়ারি ২০২৫
  • সংবাদদাতা, শিলিগুড়ি: স্টাফ ইলেকশন কমিশনের জুনিয়র ইঞ্জিনিয়ারিংয়ে সর্বভারতীয় সিভিল পরীক্ষায় প্রথম হয়েছেন শিলিগুড়ির সঙ্কেত পাল। এই কৃতিত্বের জন্য সঙ্কেত পুনেতে সেন্ট্রাল ওয়াটার পাওয়ার রিচার্জ স্টেশনে জুনিয়র ইঞ্জিনিয়ার পদে কাজে যোগ দেবেন। সম্প্রতি এই পরীক্ষার রেজাল্ট বেরিয়েছে। সঙ্কেত বলেন, প্রথম শ্রেণিতে পড়ার সময় আমার ম্যানেনজাইটিস হয়েছিল। তারপর থেকে আমার কথা জড়িয়ে গিয়েছে। সেকারণেই বর্ডার রোড অর্গানাইজেশনের পরীক্ষায় দু’বার পাশ করেও চূড়ান্ত বাছাইয়ে আমি মনোনীত হইনি। তাতে ভেঙে না পড়ে নিজেকে প্রতিষ্ঠিত করার জন্য প্রস্তুতি চালিয়ে গিয়েছি। তার সুফল পেলাম। সঙ্কেতের বাবা সুব্রত পাল ও মা তড়িতা পাল বেসরকারি সংস্থায় কাজ করেন। বোন সমতা পাল শিলিগুড়ির একটি বেসরকারি স্কুলের শিক্ষিকা। সঙ্কেত বলেন, আমার পড়াশোনা চালিয়ে যাওয়ার ক্ষেত্রে বোন আর্থিক সহায়তা করেছে।
  • Link to this news (বর্তমান)