নিজস্ব প্রতিনিধি, বারাসত: মাসখানেক ধরে বারাসত শহরে জুতোর শোরুম, বিউটি পার্লার, হার্ডওয়ারের দোকানে চুরির ঘটনা ঘটেছিল। এনিয়ে অভিযোগ দায়ের হয় বারাসত থানায়। তদন্তে নেমে পাঁচজনকে গ্রেপ্তার করে পুলিস। ধৃতরা প্রত্যেকেই বিহারের বাসিন্দা। তাদের নিজেদের হেফাজতে নিয়ে গোটা ঘটনার তদন্ত করছে পুলিস। বিহারের এই গ্যাংটি দত্তপুকুর ও মধ্যমগ্রামের একাধিক চুরির ঘটনায় জড়িত বলে জেনেছেন তদন্তকারীরা।
পুলিস সূত্রে জানা গিয়েছে, চুরি করতে বিহার থেকে একটি দল কয়েকমাস আগে আসে বারাসতে। শহরের ময়না এলাকায় মোটা টাকায় একটি বাড়ি ভাড়া নিয়েছিল তারা। চুরি করার পর তারা চলে যেত বিহারে। কিন্তু, ঘর ভাড়া ছাড়ত না। সম্প্রতি দুষ্কৃতীরা বিহার থেকে ফেরে। এরপরই সোমবার পাঁচজনকে গ্রেপ্তার করে পুলিস। নিজেদের হেফাজতে রেখে বুধবার যেসব জায়গায় চুরি হয়েছে, তেমন একটি বিউটি পার্লার, নামী জুতো কোম্পানির শোরুম ও একটি হার্ডওয়ারের দোকানে, চুরির পুনর্নির্মাণ করে বারাসত থানার পুলিস। পাশাপাশি তাদের জেরা করে খোয়া যাওয়া টাকা ও সামগ্রী উদ্ধারের চেষ্টা চালাচ্ছে পুলিস। ধৃতরা অপরাধের কথা স্বীকার করে নিয়েছে। রেইকি করে তারা চুরি করত বলে পুলিসকে জানিয়েছে।