নিজস্ব প্রতিনিধি, কলকাতা: আজ, বৃহস্পতিবার থেকে শুরু হচ্ছে আইএসসি (দ্বাদশ) পরীক্ষা। আইসিএসই (দশম) পরীক্ষা শুরু হচ্ছে মঙ্গলবার থেকে। তার আগে বড় ঘোষণা করল নিয়ামক সংস্থা সিআইএসসিই। ইংলিশ বা মডার্ন ইংলিশ সহ অন্তত পাঁচটি বিষয়ে পাশ করতেই হবে। সেই সঙ্গে স্কুলের অভ্যন্তরীণ মূল্যায়নে উত্তীর্ণ হতে হবে সামাজিক ক্রিয়াকলাপ এবং কমিউনিটি সার্ভিসে। তবেই মিলবে পাশ সার্টিফিকেট। ২০২৭ সালে আইএসসি পরীক্ষায় এই পরিবর্তন আনা হচ্ছে। বুধবার সংস্থার তরফে বিজ্ঞপ্তি দিয়ে জানানো হয়েছে, আগে ইংরেজি সহ চারটি বিষয়ে পাশ করলেই কোনও পরীক্ষার্থীকে সফল হিসেবে গণ্য করা হতো। সেই ব্যবস্থার পরিবর্তন হতে চলেছে। প্রসঙ্গত, অন্যান্য বোর্ড বা কাউন্সিলগুলিতে ইতিমধ্যেই এই ব্যবস্থা চালু রয়েছে। সেগুলির সঙ্গে সামঞ্জস্য আনছে সিআইএসসিই। ২০২৭ সাল থেকে আইএসসিতে আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স (এআই), রোবোটিক্স, অ্যাপ্লায়েড ম্যাথেমেটিক্স, মডার্ন ইংলিশ এবং ভুটিয়া ভাষা নতুন বিষয় হিসেবে অন্তর্ভুক্ত করা হয়েছে। আইসিএসইতে নতুন বিষয় হিসেবে ঢুকেছে ভুটিয়া।