নিজস্ব প্রতিনিধি, কলকাতা: বাড়িতে ঢুকে এক ব্যবসায়ীকে কোপানোর অভিযোগ। বুধবার সকালে ঘটনাটি ঘটেছে কলকাতা লেদার কমপ্লেক্স থানা এলাকার ভাতিপোতায়। আহত ব্যবসায়ী খালেক মোল্লা হাসপাতালে চিকিৎসাধীন। তাঁর হাতে-পায়ে আঘাত রয়েছে। তবে কেউ তাঁকে আঘাত করেছে, নাকি নিজেই নিজেকে ছুরিকাহত করেছেন, তার তদন্ত করছে পুলিস। পুলিস সূত্রে জানা গিয়েছে, ভাতিপোতা এলাকার ওই ব্যবসায়ীর একাধিক ব্যবসা রয়েছে। তাঁর দাবি, বুধবার সকালে ঘরে ঘুমোচ্ছিলেন। তখন আচমকাই গেট খুলে ঢুকে পড়ে এক যুবক। তিনি কিছু বুঝে ওঠার আগে ছুরির কোপ মারতে শুরু করে। ব্যবসায়ীর দাবি, তিনি চিৎকার শুরু করলে অভিযুক্ত পালিয়ে যায়। রক্তাক্ত অবস্থায় তাঁকে হাসপাতালে নিয়ে যাওয়া হয়। সেখানেই তিনি চিকিৎসাধীন। তবে তদন্তকারীদের প্রশ্ন, ব্যবসায়ী গেট খুলে রেখে কেন ঘুমোচ্ছিলেন? আর চিৎকার করলে প্রতিবেশীরা বেরিয়ে আসবেন। এক্ষেত্রে সেরকম কাউকে দেখা যায়নি। তদন্তে জানা যাচ্ছে, বাজারে তাঁর দেনা রয়েছে। তা থেকে বাঁচতে তিনি নিজেই নিজেকে ছুরি দিয়ে আঘাত করেছেন কি না, তাও খতিয়ে দেখা হচ্ছে।