সিনেপাড়ার দ্বন্দ্ব হাইকোর্টে, কাজের স্বাধীনতা চেয়ে মামলা পরিচালকের
বর্তমান | ১৩ ফেব্রুয়ারি ২০২৫
নিজস্ব প্রতিনিধি, কলকাতা: টালিগঞ্জে সিনেপাড়ায় দ্বন্দ্বের জল গড়াল এবার হাইকোর্টে। স্বাধীনভাবে কাজ করতে চেয়ে হাইকোর্টের দ্বারস্থ হলেন পরিচালক বিদুলা ভট্টাচার্য। ফেডারেশন ও পরিচালকদের মতবিরোধের জেরে স্টুডিওগুলিতে শুটিং প্রায়ই বন্ধ থাকে। এই পরিস্থিতিতে টলিপাড়ার স্বাধীন ও সুস্থ কাজের পরিবেশ ফেরানোর দাবিতে হাইকোর্টের দ্বারস্থ হয়েছেন একদা রাজ চক্রবর্তীর সহকারী বিদুলা। আবেদনকারী পরিচালকের অভিযোগ, ফেডারেশনের একাংশের কারণে তাঁর পক্ষে স্বাভাবিক পরিস্থিতিতে কাজ করা সম্ভব হচ্ছে না। ফেডারেশনের তরফে নির্দিষ্ট করে দেওয়া ব্যক্তিদের নিয়েই কাজ করতে হচ্ছে তাঁদের। ফলে কাজ হচ্ছে নিম্নমানের। ফেডারেশনের স্বেচ্ছাচারিতার ফল ভুগছেন তাঁরা। তাই কাজের সুস্থ পরিবেশ ফেরাবার জন্য আদালতের হস্তক্ষেপ চাইছেন তিনি। এই ব্যাপারে বিচারপতি অমৃতা সিনহার এজলাসে একটি মামলা দায়ের করা হয়েছে। তার শুনানির সম্ভাবনা আগামী সপ্তাহে।
সম্প্রতি টেকনিশিয়ানদের সঙ্গে পরিচালকদের দ্বন্দ্বে সিনেপাড়ায় অচলাবস্থা তৈরি হয়। পরে পরিস্থিতি স্বাভাবিকও হয় কিছুটা। বিষয়টিতে হস্তক্ষেপ করেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় স্বয়ং। মন্ত্রী অরূপ বিশ্বাসকে বিষয়টির দায়িত্ব নিতে বলা হয়। কিন্তু এবার বিষয়টিকে কেন্দ্র করে মামলাও দায়ের হল হাইকোর্টে।