• মাধ্যমিকে ইংরেজি  পরীক্ষা ভালো   হয়নি, বিষ খেয়ে   আত্মঘাতী ছাত্রী
    বর্তমান | ১৩ ফেব্রুয়ারি ২০২৫
  • নিজস্ব প্রতিনিধি, দক্ষিণ ২৪ পরগনা:  অশোকনগর ও গারুলিয়ার পর এবার বাসন্তী। টানা তিনদিন নানা কারণে আত্মঘাতী হল তিন মাধ্যমিক পরীক্ষার্থী। মঙ্গলবার ইংরেজি পরীক্ষা ভালো হয়নি বলে বাড়ি ফিরে ইঁদুর মারার বিষ খেয়ে ফেলে বাসন্তীর সজিনাতলার বাসিন্দা রুমা নস্কর। অসুস্থ হয়ে পড়ায় তাকে প্রথমে বাসন্তী ব্লক হাসপাতালে ভর্তি করা হয়। কিন্তু সেখানে অবস্থার অবনতি হওয়ায় বুধবার সকালে ক্যানিং হাসপাতালে নিয়ে আসার পথে মৃত্যু হয় ছাত্রীর।


    বাসন্তী সেন্ট টেরিজা উচ্চ মাধ্যমিক গার্লস হাইস্কুলের মাধ্যমিক পরীক্ষার্থী ছিল রুমা। তার সিট পড়েছিল সোনাখালি উচ্চ মাধ্যমিক হাইস্কুলে। পরিবার সূত্রে জানা গিয়েছে, মঙ্গলবার সকালে বাবা হরিপদ নস্করের সঙ্গেই পরীক্ষা দিতে গিয়েছিল সে। বাড়ি ফিরে বাবার সঙ্গেই খাওয়া-দাওয়া সারে রুমা। এরপর হরিপদবাবু বেরিয়ে যান। মেয়ে পাশের ঘরে শুয়ে পড়ে। কিছুক্ষণ বাদে রুমা হঠাৎ বমি করতে শুরু করে। তার মা ছুটে এসে তাকে সামাল দেওয়ার চেষ্টা করেন। মেয়ের শরীর খারাপ খবর পেয়ে বাড়ি ফেরেন রুমার বাবা। কী খেয়ে বমি হচ্ছে, এই প্রশ্ন করতেই রুমা জানায়, পরীক্ষা খারাপ হয়েছে। ভালো নম্বর আসবে না, তাই ইঁদুর মারার বিষ খেয়েছি। এই শুনে তড়িঘড়ি মেয়েকে বাসন্তীর হাসপাতালে নিয়ে যাওয়া হয়। তার অবস্থার ক্রমশ অবনতি হতে থাকে। এদিন সকালে ক্যানিং হাসপাতালে নিয়ে আসার পথে মারা যায় ওই পড়ুয়া। হরিপদবাবু বলেন, বাড়ি ফেরার পর থেকেই চুপচাপ ছিল মেয়ে। খুব একটা কথা বলছিল না কারও সঙ্গে। তখনও বুঝতে পারিনি ওর কী হয়েছে। কিন্তু মেয়ে যে এমন পদক্ষেপ নেবে, তা আমরা কেউ বুঝতে পারিনি।


    মনোবিদদের মতে, সুইসাইড কোনও সমস্যার সমাধান নয়। তাই পরীক্ষা খারাপ বা অন্য কোনও কারণে অবসাদ গ্রাস করলে তার জন্য এই চরম পদক্ষেপ করা একদমই বাঞ্ছনীয় নয়। মালদহ মেডিক্যাল কলেজ ও হাসপাতালের সাইক্রিয়াট্রিক বিভাগের চিকিৎসক তথা মনোরোগ বিশেষজ্ঞ অভিষেক দণ্ডপাঠ বলেন, এই ধরনের সঙ্কটময় পরিস্থিতি তৈরি হলে শিক্ষক ও অভিভাবকদের ছেলেমেয়েদের সঙ্গে কথা বলা উচিত। তাদের সমস্যা জেনে পাশে থাকার আশ্বাস দিয়ে যেতে হবে। প্রয়োজনে মানসিক স্বাস্থ্যকর্মীদের সাহায্য অবশ্যই নেওয়া উচিত।
  • Link to this news (বর্তমান)