নিজস্ব প্রতিনিধি, কলকাতা: টানা ১৫ দিন পর নামল সোনার দর। বুধবার কলকাতায় ২৪ ক্যারেট বিশুদ্ধতার খুচরো সোনার ১০ গ্রামের দর যায় ৮৫ হাজার ৭০০ টাকা। মঙ্গলবারের তুলনায় ১০ গ্রাম পিছু দাম কমেছে ৫৫০ টাকা। ওয়েস্ট বেঙ্গল বুলিয়ান মার্চেন্টস অ্যান্ড জুয়েলার্স অ্যাসোসিয়েশন এই তথ্য দিয়েছে। গয়না সোনা, অর্থাৎ ২২ ক্যারেট সোনার ১০ গ্রামের দাম এদিন গিয়েছে ৮১ হাজার ৪৫০ টাকা। এর আগে গত ২৮ জানুয়ারি শহরে সোনার দর পৌঁছেছিল ৮০ হাজার ৭০০ টাকায়। ২৭ জানুয়ারির তুলনায় সেদিন দর কমেছিল ১০ গ্রাম পিছু ৫০ টাকা। তারপর আর দাম কমেনি একবারের জন্যও। ধাপে ধাপে তা বেড়ে ৮৬ হাজার টাকা টপকে যায় এই ক’দিনে। তবে সোনার দাম নিম্নগামী হওয়া মোটেই স্বস্তি দিচ্ছে না স্বর্ণশিল্পমহল থেকে ক্রেতাদের। কারণ, যেভাবে বিগত কয়েক দিন ধরে হলুদ ধাতুর দরে দোলাচল চলছে, তাতে দাম যে কোনও দিন আবারও উপরের দিকে উঠতে পারে বলে মনে করছেন তাঁরা। সোনার দামের এই টালমাটাল অবস্থার মূল কারিগর যে আমেরিকার প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প, তা বলার অপেক্ষা রাখে না। মার্কিন মুলুকের শুল্ক নীতি এবং সুদের হার সংক্রান্ত তথ্যই বিশ্ব-বাজারে অস্থিরতা তৈরি করছে। ফলে লগ্নিকারীরা তুলনামূলক কম ঝুঁকির বিনিয়োগ হিসেবে সোনাকে বেছে নিচ্ছেন।