এই সময়: আরজি করের দুর্নীতি মামলায় কলকাতা হাইকোর্টের নির্দেশ মেনে বুধবার আলিপুরের সিবিআই আদালতে কেন্দ্রীয় তদন্তকারী সংস্থা মামলার সমস্ত নথি অভিযুক্তদের হাতে তুলে দিয়েছে। এর আগে সিবিআইয়ের জমা দেওয়া নথিতে খামতি রয়েছে বলে দাবি করেন আরজি করের প্রাক্তন অধ্যক্ষ সন্দীপ ঘোষ–সহ মামলার অভিযুক্তরা।
এ নিয়ে তাঁদের আবেদন হাইকোর্টের সিঙ্গল বেঞ্চে খারিজ হয়ে গেলেও ডিভিশন বেঞ্চ সেই আর্জি মঞ্জুর করে এবং কেন্দ্রীয় তদন্তকারী সংস্থাকে সব নথি দিতে নির্দেশ দেয়। বিষয়টির সুরাহা না–হওয়া পর্যন্ত আরজি করের দুর্নীতি মামলার চার্জ গঠনও হতে পারছে না আলিপুরের সিবিআই আদালতে।
এ দিন আলিপুরের সেকেন্ড সিবিআই কোর্টে ছিল আরজি কর দুর্নীতি মামলার শুনানি। বিচারক সুজিত কুমার ঝা সিবিআইয়ের কাছে জানতে চান, কপি (মামলার সব নথি) কোথায়? সিবিআই জানায়, সব নথি দেওয়ার জন্য তারা তৈরি। চার্জশিট, স্যাংশন অর্ডার, ইনডেক্স–সহ যাবতীয় নথি প্রস্তুত।
তার পর সন্দীপ ঘোষ–সহ পাঁচ অভিযুক্তর আইনজীবীদের হাতে ওই সব নথি সিবিআই তুলে দেয়। বিচারক জানান, আগামী মঙ্গলবার (১৮ ফেব্রুয়ারি) হাইকোর্টে এই ব্যাপারে শুনানি রয়েছে। তার আগে শনিবার (১৫ ফেব্রুয়ারি) দুপুর সাড়ে ১২টায় আলিপুরের সিবিআই কোর্টে মামলার শুনানি হবে।
ভেরিফিকেশনের পর কোনও ত্রুটি আছে কি না, শনিবার সেটা জানাতে পারবেন অভিযুক্তদের আইনজীবীরা। সন্দীপের আইনজীবীর বক্তব্য, একটু সময় লাগবে, যে সব নথি দেওয়া হয়েছে, আশা করা যায় তাতে কোনও খামতি থাকবে না। বিচারক জানান, আশা করা যায়, সব ঠিক থাকবে।
আলিপুরের এজলাসে এ দিন ভার্চুয়ালি উপস্থিত ছিলেন পাঁচ অভিযুক্তই— আরজি করের প্রাক্তন অধ্যক্ষ সন্দীপ ঘোষ, বিপ্লব সিংহ, সুমন হাজরা, আশিস পান্ডে ও আফসার আলি খান।