• ফের মেডিক্যাল ইন্টার্নের রহস্যমৃত্যু, উদ্ধার ঝুলন্ত দেহ
    এই সময় | ১৩ ফেব্রুয়ারি ২০২৫
  • মেডিক্যাল ইন্টার্নের ঝুলন্ত দেহ উদ্ধারে চাঞ্চল্য। কোচবিহারের এম জে এন মেডিক্যাল কলেজ ও হাসপাতালে এক ইন্টার্নের রহস্য মৃত্যু। ঘর থেকে উদ্ধার হয়েছে তাঁর ঝুলন্ত দেহ।

    জানা গিয়েছে, মৃতের নাম কিসান কুমার। বয়স ২৬ বছর। তিনি বিহারের বেগুসরাইয়ের বাসিন্দা। বুধবার রাত বারোটা নাগাদ কোচবিহারের এম জে এন মেডিক্যাল কলেজের ৩০৪ নম্বর রুম থেকে তাঁর দেহ উদ্ধার করা হয়। মৃত্যুর কারণ নিয়ে ঘনীভূত রহস্য। সূত্রের খবর, ঘরে কোনও সুইসাইড নোট মেলেনি। কী কারণে এমন ঘটনা খতিয়ে দেখছে পুলিশ। প্রাথমিক তদন্তে অনুমান, সম্পর্কের টানাপোড়নে মৃত্যু।

    কোচবিহারের এম জে এন মেডিক্যাল কলেজ ও হাসপাতালের প্রিন্সিপাল নির্মলকুমার মণ্ডল জানিয়েছেন, ‘খুবই দুঃখজনক ঘটনা। কিসানের বাড়ির লোককে খবর দেওয়া হয়েছে।’

  • Link to this news (এই সময়)