• মেট্রো বন্ধে নিত্যযাত্রীদের সমস্যা রুখতে বাড়তি বাস-ভেসেল
    এই সময় | ১৩ ফেব্রুয়ারি ২০২৫
  • এই সময়: কমিউনিকেশন বেসড সিগন্যালিংসিস্টেমের (সিবিটিসি) জন্য প্রথম দফায় আজ, বৃহস্পতিবার থেকে রবিবার এবং আগামী সপ্তাহে ২০–২৩ ফেব্রুয়ারি পর্যন্ত ইস্ট ওয়েস্ট মেট্রো পুরোপুরি বন্ধ থাকবে। এই সময়ে যাতে যাত্রীদের কোনও সমস্যা না হয় সেজন্য যাবতীয় ব্যবস্থা রাখছে পরিবহণ দপ্তর।

    পরিবহণমন্ত্রী স্নেহাশিস চক্রবর্তী বুধবার বলেন, ‘হাওড়া ময়দান–ধর্মতলা এবং শিয়ালদহ–সেক্টর ফাইভ রুটে যে ক’দিন মেট্রো চলবে না সে ক’দিন যাত্রীদের যাতে কোনও সমস্যার মুখে পড়তে না হয় সেজন্য অতিরিক্ত সরকারি বাস, ভেসেল চলবে। অটো বা বেসরকারি বাস যাতে এই সুযোগে বেশি ভাড়া না নেয় সেদিকেও আমাদের নজর থাকবে।’

    ইস্ট–ওয়েস্ট মেট্রো চালু হওয়ার পর থেকে শহরতলির বাসিন্দাদের অনেকেই সেক্টর ফাইভে যাওয়ার জন্য উল্টোডাঙা স্টেশনে না নেমে শিয়ালদহে নামেন। সেখান থেকে মেট্রো ধরেন। আবার ধর্মতলা–হাওড়া রুটে মেট্রো চালুর পর ওই রুটে বাস অনেক কমেছে।

    তাই পরিবহণ দপ্তর সিদ্ধান্ত নিয়েছে, মেট্রো পরিষেবা যখন বন্ধ থাকবে তখন উল্টোডাঙা–সেক্টর ফাইভ ও ধর্মতলা–হাওড়া রুটে সরকারি বাসের সংখ্যা বাড়ানো হবে। বর্তমানে শহরে সরকারি বাস চলে পাঁচশোর আশপাশে। মেট্রো বন্ধ থাকার দিনগুলোতে ছ’শো বাস চলবে। বাড়ানো হবে ভেসেলর ট্রিপও। সেই সঙ্গে উল্টোডাঙা–সল্টলেক রুটের অটো চালকদের মেট্রো বন্ধ থাকার দিনগুলিতে অতিরিক্ত ভাড়া না নেওয়ার আর্জি জানানো হয়েছে প্রশাসনের তরফে। পুলিশকে সেদিকে নজর রাখতে বলা হয়েছে।

    হাওড়া–ধর্মতলা এবং শিয়ালদহ–সেক্টর ফাইভ রুটে প্রতিদিন গড়ে এক লক্ষ যাত্রী হয়। এই এক লক্ষ যাত্রীর যাতে মেট্রো বন্ধ থাকার ৮ দিন রাস্তায় বেরিয়ে কোনও সমস্যা না হয় তা নিশ্চিত করতে কয়েকদিন আগেই পরিবহণ ভবনে বৈঠকে বসেছিলেন দপ্তরের সচিব সৌমিত্র মোহন। ছিলেন অ্যাপ ক্যাব, বাস, অটো, এবং ট‌্যাক্সি মালিক সংগঠনের নেতারাও।

    সেখানেই যে ৮ দিন মেট্রো বন্ধ থাকবে সেই দিনগুলেিতে অতিরিক্ত গাড়ি নামানোর কথা বলা হয়েছিল পরিবহণ দপ্তরের তরফে। তাতে প্রত্যেকটি সংগঠনের নেতারাই রাজি বলে জানিয়েছেন পরিবহণ দপ্তরের কর্তারা। অল বেঙ্গল বাস ও মিনিবাস সমন্বয় কমিটির সাধারণ সম্পাদক রাহুল চট্টোপাধ্যায় বলেন, ‘হাওড়া–ধর্মতলা রুটে মেট্রো চালু হওয়ার পর বাসের সংখ্যা অনেক কমেছে। ফলে বাস বাড়ানো সম্ভব নয়। তবে বাসের ট্রিপ অবশ্যই বাড়ানো হবে।’

  • Link to this news (এই সময়)