• ‘বায়ো’ থেকে গায়েব তথ্য! মেটাকে লিগ্যাল নোটিস অভিষেকের
    এই সময় | ১৩ ফেব্রুয়ারি ২০২৫
  • এই সময়: সোশ্যাল নেটওয়ার্কিং প্ল্যাটফর্ম ‘ফেসবুক’ কর্তৃপক্ষকে আইনজীবীর মাধ্যমে আইনি নোটিস পাঠালেন তৃণমূলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায়। তাঁর অভিযোগ, ফেসবুকে তাঁর অফিশিয়াল পেজে বেআইনি ভাবে হস্তক্ষেপ করা হয়েছে। তাতে তাঁর অ্যাকাউন্টের নিরাপত্তা লঙ্ঘিত হয়েছে।

    তাঁর ‘বায়ো’ অর্থাৎ পরিচিতি অংশ থেকে তৃণমূলের সর্বভারতীয় সাধারণ সম্পাদকের পরিচয়টি মুছে ফেলা হয়েছে। অভিষেকের আইনজীবী সঞ্জয় বসু বুধবার ভারতে ফেসবুকের গ্রিভ্যান্স অফিসার অমৃতা কৌশিককে আইনি চিঠি পাঠিয়ে বিষয়টির যথাযথ তদন্ত করে ব্যবস্থা নেওয়ার অনুরোধ জানিয়েছেন। সাত দিনের মধ্যে এর জন্য ফেসবুক কর্তৃপক্ষ নিঃশর্ত ক্ষমা না–চাইলে অভিষেক আইন অনুযায়ী পদক্ষেপ করবেন বলে নোটিসে জানানো হয়েছে।

    চিঠিতে বলা হয়েছে, ২০১৪ সাল থেকে অভিষেক ডায়মন্ড হারবার লোকসভা কেন্দ্রের নির্বাচিত সাংসদ। একই সঙ্গে তিনি তৃণমূল কংগ্রেসের সর্বভারতীয় সাধারণ সম্পাদক পদেও রয়েছেন। এই দুই পদের সূত্রে তাঁর সামাজিক পরিচিতি বিস্তার লাভ করেছে অনেকটাই। তাঁর ফেসবুক পেজের নাম ‘অভিষেক ব্যানার্জি অফিশিয়াল’।

    এর মাধ্যমে দেশজুড়ে তাঁর পরিচিত, অনুরাগী এবং শুভাকাঙ্ক্ষীদের সঙ্গে যোগাযোগ রাখেন সাংসদ। বিভিন্ন সময়ে অসংখ্য জরুরি বিষয়ে পোস্টও করেন। সেখানে বহু নথিও আপলোড করা হয়। বর্তমানে তাঁর পেজের ফলোয়ার সংখ্যা ২২ লক্ষ। ওই পেজে ডায়মন্ড হারবারের সাংসদের পাশাপাশি তৃণমূলে তাঁর পদের কথাও গুরুত্ব সহকারে উল্লেখ করা রয়েছে।

    নোটিসে আরও জানানো হয়েছে, গত মঙ্গলবার কয়েকজন পরিচিতের মাধ্যমে অভিষেক জানতে পারেন, তাঁর ‘বায়ো’তে শুধুমাত্র সর্বভারতীয় সাধারণ সম্পাদক কথাটি রয়েছে। ‘অল ইন্ডিয়া তৃণমূল কংগ্রেস’ নামটি বাদ দেওয়া হয়েছে। এই ধরনের পরিবর্তন অভিষেকের তরফ থেকে করা হয়নি বলেই চিঠিতে জানিয়েছেন সঞ্জয় বসু।

    চিঠিতে তিনি লিখেছেন, ‘নিজের ভেরিফায়েড অফিশিয়াল পেজে (যেখানে ফেসবুক অনুমোদিত ব্লু টিক রয়েছে) এই ধরনের অবাঞ্ছিত হস্তক্ষেপ গুরুতর নিরাপত্তা লঙ্ঘনের সামিল। এতে অভিষেকের রাজনৈতিক সুনাম ক্ষুণ্ণ হয়েছে। পাশাপাশি বহু নথি ও তথ্য বেহাত হওয়ারও আশঙ্কা তৈরি হয়েছে।’

    এই বিষয়ে যথাযথ তদন্ত করে ব্যবস্থা নেওয়ার অনুরোধ জানানো হয়েছে মেটা কর্তৃপক্ষকে। পাশাপাশি এই ধরনের ভুলের জন্য নিঃশর্ত ক্ষমা প্রার্থনা করার কথাও বলা নোটিসে উল্লেখ করা হয়েছে। এই ধরনের অবাঞ্ছিত নিরাপত্তা লঙ্ঘন রোধে ফেসবুক কর্তৃপক্ষ কী ব্যবস্থা নিচ্ছেন, তা সাত দিনের মধ্যে চিঠি দিয়ে অভিষেককে জানাতে হবে। তা না–হলে অভিষের পক্ষ থেকে আইনি পদক্ষেপ করা হবে। এ দিন রাত পর্যন্ত অবশ্য মেটার তরফে নোটিসের কোনও জবাব দেওয়া হয়নি।

  • Link to this news (এই সময়)