• কল্যাণী বিস্ফোরণকাণ্ডে মৃতের সংখ্যা বেড়ে হল পাঁচ, হাসপাতালে মারা গেলেন চিকিৎসাধীন মহিলা...
    আজকাল | ১৩ ফেব্রুয়ারি ২০২৫
  • আজকাল ওয়েবডেস্ক:‌ কল্যাণী বিস্ফোরণকাণ্ডে মৃতের সংখ্যা বেড়ে হল পাঁচ। চিকিৎসাধীন অবস্থায় হাসপাতালে মারা গেলেন এক মহিলা। এর আগে বিস্ফোরণের দিন ঘটনাস্থলেই মারা যান চার জন। 

    প্রসঙ্গত, গত শুক্রবার নদিয়ার কল্যাণী পুরসভার ২০ নম্বর ওয়ার্ডের রথতলায় বেআইনি বাজি কারখানায় বিস্ফোরণ ঘটে। কারখানায় তখন কাজ চলছিল বলে স্থানীয় সূত্রে খবর। বাজি কারখানায় আটকে পড়ে মৃত্যু হয় ৪ মহিলা শ্রমিকের। আহত হন আরও এক মহিলা শ্রমিক। আহত অবস্থায় তাঁকে কল্যাণী জওহরলাল নেহরু মেমোরিয়াল হাসপাতালে ভর্তি করা হয়। সেখানে চিকিৎসাধীন অবস্থায় মারা যান উজ্জ্বলা ভুঁইয়া নামে ওই মহিলা শ্রমিক। 

    বেআইনি বাজি কারখানার মালিক খোকন বিশ্বাসকে আগেই গ্রেপ্তার করেছিল পুলিশ। বিস্ফোরণের পর থেকেই সে ছিল বেপাত্তা। মোবাইল টাওয়ার লোকেশন ট্রাক করে তাকে গ্রেপ্তার করে পুলিশ। 

    ঘটনার পর থেকেই একেবারে থমথমে রয়েছে কল্যাণী। একাধিক প্রশ্নের উত্তর খুঁজে চলেছে পুলিশ। কারখানার বৈধ অনুমতি ছিল কিনা? যদি অনুমতি থাকে সেক্ষেত্রে ঘন জনবসতিপূর্ণ এলাকায় বাজি কারখানার অনুমতি কে দিয়েছিল? আর যদি বেআইনি হয় সেক্ষেত্রে কেন সকলের নজর এড়িয়ে গেল বাজি কারখানা? নানা প্রশ্নের জবাব খুঁজে চলেছে পুলিশ।
  • Link to this news (আজকাল)