• বাড়িতেই কেউটে সাপের ছোবল, গুরুতর জখম যুবক, হাসপাতালে সাপ ধরেই এলেন! ...
    আজকাল | ১৩ ফেব্রুয়ারি ২০২৫
  • আজকাল ওয়েবডেস্ক: বাড়ির মধ্যে কেউটে সাপের হামলা। সাপের কামড়ে গুরুতর আহত এক যুবক। বর্তমানে হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন তিনি। হাসপাতালে আসার সময় কেউটে সাপটিও সঙ্গে করে নিয়ে আসেন আহত যুবক!  

    ঘটনাটি ঘটেছে ক্যানিংয়ের কুমড়োখালি গ্রামে। আহত যুবকের নাম, পালান সর্দার। পরিবার সূত্রে জানা গেছে, বুধবার রাতে বাড়িতে ঘুমাতে যাওয়ার আগে মশারি টাঙানোর আয়োজন করছিলেন যুবক। সেই সময় কেউটে সাপের ছোবলে গুরুতর জখম হন তিনি। চিৎকার শুনে ছুটে আসেন সকলে। কামড়ানোর সঙ্গে সঙ্গে সাপটিকে মেরে ফেলেন পরিবারের সদস্যরা। 

    তখনই পরিবারের সদস্যরা তড়িঘড়ি তাঁকে উদ্ধার করে ক্যানিং মহকুমা হাসপাতালে নিয়ে আসেন। মৃত কেউটে সাপের বাচ্চাটিকেও আনা হয় হাসপাতালে। বর্তমানে ক্যানিং মহকুমা হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন যুবক। তাঁকে প্রাথমিকভাবে ১০টি এভিএস দেওয়া হয়েছে বলে জানিয়েছেন চিকিৎসকরা। বর্তমানে বিপদ মুক্ত রয়েছেন ওই যুবক।
  • Link to this news (আজকাল)