• এখনও মেলেনি কাটা মুণ্ড, জম্মু থেকে গ্রেপ্তার দত্তপুকুরের ভয়াবহ হত্যাকাণ্ডের মূল অভিযুক্ত
    আজকাল | ১৩ ফেব্রুয়ারি ২০২৫
  • আজকাল ওয়েবডেস্ক: দত্তপুকুরে মুণ্ডহীন দেহ উদ্ধারের ঘটনায় এবার জম্মু থেকে একজনকে গ্রেপ্তার করা হল।  জানা গেছে, ধৃতের নাম জলিল। ঘটনার পর সে জম্মুতে পালিয়ে গিয়ে আশ্রয় নিয়েছিল। সেখান থেকে তাকে গ্রেপ্তার করে বারাসাত থানার পুলিশ। পুলিশ সূত্রে খবর, জম্মু থেকে দ্রুত জলিলকে নিয়ে আসা হচ্ছে। 

    প্রসঙ্গত, চলতি মাসের ২ তারিখে দত্তপুকুর থেকে মুণ্ডহীন একটি দেহ উদ্ধার হয়। তদন্ত নেমে পড়ে পুলিশ জানতে পারে, দেহটি উত্তর ২৪ পরগনার গাইঘাটা থানার লস্কর নামে এক ব্যক্তির। এই ঘটনায় পুলিশ হজরত লস্করের এক নিকট আত্মীয়কে গ্রেপ্তার করেছিল। পরবর্তীতে গ্রেপ্তার করা হয় অভিযুক্তদের আশ্রয়দাতা এক মহিলাকে। ধৃতরা পুলিশ হেফাজতে রয়েছে। 

    পুলিশ সূত্রে খবর, তাদের জিজ্ঞাসাবাদ করে জলিলের নাম সামনে আসে। পুলিশ তার খোঁজে তল্লাশিতে নেমে কলকাতা স্টেশনের সিসিটিভিতে তাকে দেখতে পায়। সিসিটিভির ফুটেজ ধরেই জম্মুতে পৌঁছয় পুলিশ। সেখান  থেকে তাকে গ্রেপ্তার করা হয়। ধৃতকে গতকাল সেখানকার আদালতে তোলে পুলিশ। আবেদন জানায় ট্রানজিট রিমাণ্ডের। তদন্তকারীরা মনে করছেন, ধৃত জলিল এই খুনের মূল অভিযুক্ত। তাকে নিজেদের হেফাজতে নিয়ে খুনের কিনারা করতে চাইছে পুলিশ। 

    দেহ উদ্ধারের দীর্ঘদিন কেটে গেল, এখনো মেলেনি কাটা মুণ্ড। জলিলকে হাতে পাওয়ার পর পুলিশ মনে করছে এবার হদিশ পাওয়া যেতে পারে কাটা মুণ্ডর। উদঘাটন হতে পারে খুনের আসল কারণ।
  • Link to this news (আজকাল)