নিজস্ব প্রতিনিধি, কলকাতা: মধ্যরাতে কলকাতার উপকণ্ঠে ভয়াবহ গাড়ি দুর্ঘটনা। সিমেন্ট মেশানোর ডাম্পারের ধাক্কায় দুমড়ে-মুচড়ে কার্যত দলা পাকিয়ে গেল হলুদ ট্যাক্সি। বুধবার মধ্যরাতে হওয়া এই ঘটনায় মৃত্যু হয়েছে কমপক্ষে ২ জনের। জখম আরও ৩ জন। তাঁদের অবস্থাও আশঙ্কাজনক।
পুলিস সূত্রে খবর, বালি থানার দেওয়ানগাজি এলাকায় এই দুর্ঘটনা ঘটেছে। দুর্ঘটনার জেরে ডাম্পারের নিচে কার্যত দুমড়ে-মুচড়ে দলা পাকিয়ে দেয় হলুদ ট্যাক্সিটি। ঘটনাস্থলে ছুটে আসে বালি থানার পুলিস ও দমকল বাহিনী। আর্থ মুভার দিয়ে প্রথমে ডাম্পারটিকে সরানো হয়। এরপর গ্যাস কাটারের সাহায্যে ট্যাক্সির পেছনের অংশ কেটে চালক ও যাত্রীকে বের করা হয়। জানা গিয়েছে, চালকসহ মোট দু’জনই ট্যাক্সিতে ছিলেন।
পুলিসের দাবি, ট্যাক্সিতে থাকা চালক ও যাত্রী ঘটনাস্থলেই মারা যায়। কিন্তু দেহ সকাল পর্যন্ত শনাক্ত করা যায়নি। ওই যাত্রী চালকের পিছনের আসনে বসেছিলেন বলে মনে করা হচ্ছে। স্থানীয়দের দাবি, এই দুর্ঘটনায় আরও ৩ জন বাইক চালকও আহত হয়েছেন। তাঁদেরকে হাওড়া জেলা হাসপাতালে পাঠানো হয়েছে। পুলিস ঘটনার তদন্ত শুরু করেছে।