নিজস্ব প্রতিনিধি, কলকাতা: মাঘের শীত দাপট দেখাতে পারল না কলকাতায়। গোটা মাস জুড়েই তাপমাত্রা রইল উপরের দিকে। মাসের শেষে এসে শীতের বিদায়ও কার্যত নিশ্চিত। আজ, বৃহস্পতিবার সকাল থেকেই রোদের তেজে অস্থির আমজনতা। চড়চড় করে বেড়েই চলেছে তাপমাত্রার পারদ।
আবহাওয়া দপ্তরের পূর্বাভাস মোতাবেক, আজ শহরের সর্বোচ্চ ও সর্বনিম্ন তাপমাত্রা থাকতে পারে ২৯ ডিগ্রি ও ২৩ ডিগ্রির মধ্যে। অন্যদিকে, গতকাল শহরের সর্বোচ্চ তাপমাত্রা ছিল ২৯.২ ডিগ্রি ও সর্বনিম্ন তাপমাত্রা ছিল ২৩.৭ ডিগ্রি। গত ২৪ ঘণ্টায় কলকাতায় বৃষ্টিপাত হয়নি।
আবহাওয়ার হালচালে স্পষ্ট, এবারে দক্ষিণবঙ্গ থেকে শীত বিদায় নিতে চলেছে। কলকাতা ছাড়াও অন্য জেলাগুলিতেও গরমের দাপট অনুভূত হচ্ছে। ফলে লেপ-কম্বলের আপাতত ছুটি। জ্যাকেট এখনও বাইরে থাকলেও, খুব শীঘ্রই সেগুলিও আলমারিতে ফেরত যাবে বলেই মনে করছেন আবহাওয়াবিদরা।