• কোচবিহারে মেডিক্যাল কলেজে ডাক্তারি পড়ুয়ার ঝুলন্ত দেহ উদ্ধার
    দৈনিক স্টেটসম্যান | ১৩ ফেব্রুয়ারি ২০২৫
  • ডাক্তারি পড়ুয়ার ঝুলন্ত দেহ উদ্ধার ঘিরে চাঞ্চল্য। বুধবার রাতে কোচবিহারের এন জে এন মেডিক্যাল কলেজ ও হাসপাতাল থেকে ওই ইন্টার্নের দেহ উদ্ধার হয়। পুলিশের প্রাথমিক অনুমান, এটি আত্মহত্যার ঘটনা। মৃত্যুর আসল কারণ জানতে ঘটনার তদন্ত করেছে পুলিশ।

    পুলিশ সূত্রে খবর, মৃতের নামে কিষাণ কুমার। তাঁর বয়স ২৬। তিনি বিহারের বেগুসরাইয়ের বাসিন্দা ছিলেন। বুধবার রাতে মেডিক্যাল কলেজের ৩০৪ নম্বর রুম থেকে ঝুলন্ত দেহ উদ্ধার করা হয়েছে। দেহের পাশ থেকে কোনও সুইসাইড নোট উদ্ধার হয়নি। সেই কারণেই যুবকের মৃত্যু ঘিরে ইতিমধ্যেই একাধিক প্রশ্ন উঠতে শুরু করেছে।

    সূত্রের খবর, প্রেমঘটিত সম্পর্কের কারণে ওই পড়ুয়া মানসিক অবসাদে ভুগছিল। সেই কারণেই তিনি আত্মহত্যা করেছেন নাকি তাঁর মৃত্যুর পিছনে অন্য কোনও কারণ রয়েছে, তা তদন্ত করে দেখছে পুলিশ। ওই পড়ুয়ার সহপাঠী বা সহকর্মীদের সঙ্গে কথা বলছে পুলিশ। দেহটি ময়নাতদন্তের পাঠানো হয়েছে। ময়নাতদন্তের রিপোর্ট এলে মৃত্যুর আসল কারণ জানা যাবে। যুবকের পরিবারকেও খবর দেওয়া হয়েছে।
  • Link to this news (দৈনিক স্টেটসম্যান)