• মুর্শিদাবাদের পোস্ট অফিসে টাকা তছরুপে অভিযুক্ত পোস্টমাস্টার
    দৈনিক স্টেটসম্যান | ১৩ ফেব্রুয়ারি ২০২৫
  • মুর্শিদাবাদের গোকর্ণ সাব পোস্ট অফিসের লক্ষ লক্ষ টাকা তছরুপের অভিযোগ উঠল পোস্টমাস্টারের বিরুদ্ধে। এই ঘটনায় জড়িত রয়েছেন তাঁর এক সহকর্মীও। দুই জনের বিরুদ্ধে কান্দি থানায় লিখিত অভিযোগ দায়ের করা হয়েছে। অভিযোগের ভিত্তিতে শুরু হয়েছে তদন্ত। যদিও তাঁর বিরুদ্ধে ওঠা সমস্ত অভিযোগ অস্বীকার করেছেন পোস্টমাস্টার রবীন্দ্রনাথ মিঞ্জি।

    ঘটনাটি প্রকাশ্যে আসতেই জানা গিয়েছে, গত বছরের সেপ্টেম্বর মাসে পোস্ট অফিসের বিভিন্ন স্কিমে টাকা জমা দিয়েছেন উপভোক্তারা। সেই টাকা শাখা অফিস থেকে ধারাবাহিকভাবে জমা পড়ে গোকর্ণ সাব পোস্ট অফিসে। এই সময়কার টাকাই তছরুপ করা হয়েছে বলে অভিযোগ উঠেছে। সাব পোস্ট অফিসে উপভোক্তাদের টাকা পোস্ট অফিসের সিস্টেমে তোলা হয়নি বলে অভিযোগ। সেই টাকা নিজেরা আত্মসাৎ করেছেন পোস্টমাস্টার ও তাঁর সহযোগী। জানা গিয়েছে, ২০২৪ সালের ১১ সেপ্টেম্বর থেকে ৩০ সেপ্টেম্বরে মধ্যে ৯ লক্ষ টাকা আত্মসাৎ করেছে অভিযুক্ত দুই জন।

    ডাক বিভাগের আধিকারিকদের দাবি অনুযায়ী, সেপ্টেম্বর মাসের যে সময় তছরুপের ঘটনা ঘটেছে, সেই সময় গোকর্ণ সাব পোস্ট অফিসের দায়িত্বে ছিলেন রবীন্দ্রনাথ মিঞ্জি। পরে তাঁর অবর্তমানে অস্থায়ীভাবে দায়িত্ব সামলান ওই অফিসেরই পোস্টাল অ্যাসিস্ট্যান্ট রাম মুরারি। সমস্ত নথিপত্র খতিয়ে দেখে আর্থিক তছরুপের অভিযোগকে মান্যতা দিয়েছে ডাক বিভাগ। এরপর গোকর্ণ সাব পোস্ট অফিসের দুই ডাককর্মীকে কাজ থেকে সরিয়ে দেওয়া হয়েছে।

    যদিও অভিযোগ অস্বীকার করেছেন গোকর্ণ সাব পোস্ট অফিসের পোস্টমাস্টার। তিনি দাবি করেছেন, তাঁকে ফাঁসানো হয়েছে। যে সময়ে ওই ঘটনা ঘটেছে, সেই সময়ে তিনি ছুটিতে ছিলেন। পাশাপাশি বিভাগীয় তদন্ত নিয়েও প্রশ্ন তুলেছেন রবীন্দ্রনাথ। সেই সময়ের খাতাপত্র দেখলেই গোটা বিষয়টা পরিষ্কার হয়ে যাবে।
  • Link to this news (দৈনিক স্টেটসম্যান)