রেশন দুর্নীতি মামলায় বুধবার হাওড়ার অন্তত তিন জায়গায় তল্লাশি চালিয়েছে এনফোর্সমেন্ট ডিরেক্টরেট। বুধবার সকাল হতেই এসব এলাকায় হানা দিয়েছেন ইডি আধিকারিকরা। এদিন তদন্তকারীদের একটি দল হাওড়ার জগৎবল্লভপুরের দক্ষিণ সন্তোষপুরে কৃষ্ণপদ মাল নামের এক ধান ব্যবসায়ীর বাড়িতে হানা দেয়। অন্য একটি দল যায় হাওড়ার শ্যামপুরের সসাটিতে ব্যবসায়ী পার্থেন্দু জানার বাড়িতে। এছাড়াও একটি সমবায় সমিতিতেও অভিযান চালানো হয়েছে।
এদিন ব্যবসায়ী কৃষ্ণপদ মালের গুদামেও অভিযান চালিয়েছিল ইডি আধিকারিকরা। কৃষকদের থেকে ধান কিনে বিভিন্ন রাইস মিলে বিক্রি করার অভিযোগ উঠেছে শ্যামপুরের ব্যবসায়ী পার্থেন্দু জানার বিরুদ্ধে। তিনি ঠিকাদারি ব্যবসার সঙ্গেও যুক্ত ছিলেন বলে জানা গিয়েছে। তবে এদিন তিনি বাড়িতে ছিলেন না। তিনি কুম্ভ মেলায় গিয়েছেন বলে দাবি করেন পরিবারের সদস্যরা।