• তাজপুরে আদানির প্রকল্পে আইনি পরামর্শ নিচ্ছে রাজ্য
    দৈনিক স্টেটসম্যান | ১৩ ফেব্রুয়ারি ২০২৫
  • তাজপুরের ২৫ হাজার কোটি টাকার প্রস্তাবিত গভীর সমুদ্র বন্দর প্রকল্প থেকে আদানি গোষ্ঠী বিদায় নিয়েছে বলে আগেই জল্পনা ছড়িয়েছিল। বর্তমানে সেই জল্পনা আরও বৃদ্ধি পেল মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের মন্তব্যে।

    ২০২৩ সালে হিন্ডেনবার্গের রিপোর্ট প্রকাশ্যে আসার পরে আদানি গোষ্ঠীকে নিয়ে কার্যত অস্বস্তিতে পড়েছিল রাজ্য প্রশাসন। তাঁদের বিরুদ্ধে শেয়ার দর বাড়িয়ে প্রতারণার অভিযোগ উঠেছিল। এর জেরে তাজপুর সমুদ্র বন্দর প্রকল্পের ভবিষ্যৎ নিয়ে প্রশ্ন উঠতে শুরু করে। এদিন রাজ্য বাজেট পেশের পর মমতাকে প্রশ্ন করা হয়, তাজপুরে কি আদানিদের টেন্ডার বাতিল করা হয়েছে? এই প্রশ্নের জবাবে তিনি বলেন, ‘এর উত্তর মুখ্যসচিব মনোজ পন্থ দেবেন। এ বিষয়ে আমরা আইনি পরামর্শ নিচ্ছি।’

    ২০২৩ সালের বিশ্ব বাংলা বাণিজ্য সম্মেলনে মুখ্যমন্ত্রী তাজপুর প্রসঙ্গে শিল্পপতিদের সামনে মমতা বলেছিলেন, ‘আপনারা দরপত্রে অংশ নিতে পারেন।’ এরপরই আদানি গোষ্ঠী এই প্রকল্প থেকে সরে দাঁড়িয়েছে কি না তা নিয়ে প্রশ্ন উঠেছিল। বুধবার এই প্রকল্প নিয়ে আইনি পরামর্শ নেওয়ার কথা জানালেন মমতা। এর জেরে ফের নতুন করে জল্পনা তৈরি হয়েছে।
  • Link to this news (দৈনিক স্টেটসম্যান)