কোচবিহারে মর্মান্তিক দুর্ঘটনা মৃত্যু বিএসএফ জওয়ানের
দৈনিক স্টেটসম্যান | ১৩ ফেব্রুয়ারি ২০২৫
কোচবিহারে মর্মান্তিক দুর্ঘটনা মৃত্যু হল বিএসএফ জওয়ানের। দুধের হাটে একটি প্রাইভেট গাড়ির সঙ্গে মুখোমুখি সংঘর্ষ হয় বিএসএফের গাড়ির। আহতদের উদ্ধার করে হাসপাতালে পাঠানো হয়। চিকিৎসকেরা একজনকে মৃত বলে ঘোষণা করেন। কী করে এমন দুর্ঘটনা হল, তা খতিয়ে দেখছে পুলিশ।
পুলিশ সূত্রে জানা গিয়েছে, বিএসএফের গাড়িটি কোচবিহার থেকে আলিপুরদুয়ারের দিকে যাচ্ছিল। আর প্রাইভেট গাড়িটি আলিপুরদুয়ার থেকে কোচবিহারে আসছিল। দুধের হাটে ওভারব্রিজে গাড়ি দু’টির মুখোমুখি সংঘর্ষ হয়। আহতদের উদ্ধার করে কোচবিহার এমজেএন মেডিক্যাল কলেজে পাঠানো হয়। সেখানে কর্তব্যরত চিকিৎসকরা একজনকে মৃত বলে ঘোষণা করেন।
এদিকে দুর্ঘটনার খবর পেয়ে পুন্ডিবাড়ি থানার বিশাল পুলিশ বাহিনী ঘটনাস্থলে পৌঁছয়। কয়েকজনের অবস্থা আশঙ্কাজনক হওয়ায় তাঁদের এমজেএন মেডিক্যাল কলেজ থেকে কোচবিহারের একটি বেসরকারি হাসপাতালে নিয়ে যাওয়া হয়। দুর্ঘটনার কারণ খতিয়ে দেখছে পুলিশ।