স্বাস্থ্যক্ষেত্রে বিপুল বরাদ্দ হল রাজ্য বাজেটে। নারীদের নিরাপত্তার জন্য একাধিক ঘোষণা করা হয় রাজ্য বাজেটে। বাজেট ঘোষণায় মন্ত্রী চন্দ্রিমা ভট্টাচার্য বলেন, স্বাস্থ্যক্ষেত্রে রাতে যে মহিলারা কাজ করেন, তাঁদের নিরাপত্তায় ইতিমধ্যে ‘রাত্তিরের সাথী, হেল্পারস অফ দি নাইট’ প্রকল্প নেওয়া হয়েছে। সেই প্রকল্পে ১৫৭ কোটি টাকা অনুমোদন করা হয়েছে। সেই টাকায় জেলার প্রতিটি স্বাস্থ্যক্ষেত্রে মেয়েদের জন্য আলাদা বিশ্রাম কক্ষ, ওয়াশরুম তৈরি হবে। বাংলার প্রতিটি স্বাস্থ্যকেন্দ্র মুড়ে ফেলা হবে সিসিটিভিতে। থাকবে পানীয় জল সরবরাহের বিশেষ ব্যবস্থা।
স্বাস্থ্যকেন্দ্রগুলিতে থাকবে পর্যাপ্ত আলোর ব্যবস্থা। ক্যান্সার মোকাবিলায় পশ্চিমবঙ্গ সরকার, মুম্বই টাটা মেমোরিয়াল হাসপাতালের সঙ্গে চুক্তিবদ্ধ হয়ে কলকাতার এসএসকেএম এবং শিলিগুড়ির নর্থ বেঙ্গল মেডিক্যাল কলেজে দু’টি অত্যাধুনিক ক্যানসার চিকিৎসা কেন্দ্র স্থাপনের কাজ শুরু করেছে। এছাড়া ‘চোখের আলো’ প্রকল্পে বিগত এক বছরে ১ কোটিরও বেশি মানুষ চক্ষু পরীক্ষার সুযোগ পেয়েছেন। ১৮ লক্ষ ৪৮ হাজার মানুষ বিনামূল্যে চশমা পেয়েছেন এই প্রকল্পে। ইতিমধ্যেই বাংলার ১০টি জেলাকে ছানিমুক্ত জেলা হিসেবে ঘোষণা করা হয়েছে।