• জেলায় জেলায় নামবে পারদ; তালিকায় নেই কলকাতা, গরম নিয়ে বড় আপডেট হাওয়া অফিসের
    ২৪ ঘন্টা | ১৩ ফেব্রুয়ারি ২০২৫
  • অয়ন ঘোষাল: ফেব্রুয়ারি মাসেই প্রায় ২৪ ডিগ্রি ছুঁয়ে ফেলল রাতের পারদ। দিনের পারদ প্রায় ৩০ এর ঘরে। রাতে ফ্যান চালাতে হচ্ছে এখন থেকেই। ভোরেও শীতের লেশমাত্র নেই। আজ রাতে কোনো কোনো জেলায় সামান্য পারদ পতন। দুই থেকে ৩ ডিগ্রি পর্যন্ত পারদ পতন হতে পারে কিছু জেলায়। সেই তালিকায় কলকাতা নেই। সেই পারদ পতনে শীতের আমেজ ফেরার সম্ভাবনা কম। ফেব্রুয়ারির শেষেই রীতিমতো গরমের অনুভূতি। মার্চেই ভালরকম উষ্ণতা টের পাওয়া যাবে। পূর্বাভাস আলিপুর আবহাওয়া দফতরের।

     সিস্টেম

    অসমে রয়েছে একটি ঘুর্ণাবর্ত। পশ্চিমী ঝঞ্ঝা রয়েছে উত্তর-পশ্চিম ভারতে। এছাড়াও জেড স্ট্রীম উইন্ড রয়েছে উত্তর ভারতে। রাজস্থানে রয়েছে ঘূর্ণাবর্ত।

    দক্ষিণবঙ্গে

    আজ রাত থেকে দুই দিনের জন্য পশ্চিমাঞ্চল সহ কিছু জেলায় দুই থেকে ৩ ডিগ্রি পারদ নামবে। তালিকায় নেই কলকাতা। সকালে আংশিক মেঘলা আকাশ ও পরে মূলত পরিষ্কার আকাশ। সকালে হালকা থেকে মাঝারি কুয়াশা। কুয়াশার পরিমাণ বাড়তে পারে। বিক্ষিপ্তভাবে ঘন কুয়শা। বেলায় মূলত পরিষ্কার আকাশ।

    উত্তরবঙ্গ

    দার্জিলিং এবং কালিম্পং এর পার্বত্য এলাকায় হালকা বৃষ্টির পূর্বাভাস। উত্তরবঙ্গের চার জেলাতে আজ হালকা থেকে মাঝারি কুয়াশা।  কুয়াশা থাকবে দার্জিলিং জলপাইগুড়ি কোচবিহার ও উত্তর দিনাজপুর জেলাতে। আজ রাত থেকে নিম্নমুখী হবে তাপমাত্রা। উইকেন্ডে দুই থেকে তিন ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা কমতে পারে।

    কলকাতা

    সকালে কুয়াশা ও আংশিক মেঘলা আকাশ। বেলা বাড়লে পরিষ্কার আকাশের সম্ভাবনা। সর্বনিম্ন  ও সর্বোচ্চ তাপমাত্রা স্বাভাবিকের চেয়ে বেশি। আজ রাতে খুব সামান্য পারদ পতনের ক্ষীণ সম্ভবনা। তবে কলকাতায় আর শীতের আমেজ ফেরার কোনো সম্ভবনা নেই।

    কলকাতার তাপমান

    রাতের তাপমাত্রা ২১.৮ থেকে বেড়ে ২৩.৭ ডিগ্রি। স্বাভাবিকের থেকে ৬ ডিগ্রি বেশি। গতকাল দিনের সর্বোচ্চ তাপমাত্রা ছিল ২৯.২ ডিগ্রি। বাতাসে জলীয় বাষ্পের পরিমাণ বা আপেক্ষিক আর্দ্রতা ৫১ থেকে ৯৬ শতাংশ।

    ভিনরাজ্যে

    ঘন কুয়াশার সতর্কতা বিহারে। হিমাচল প্রদেশে শৈত্য প্রবাহের সর্তকতা। বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টি অরুণাচল প্রদেশ আসাম এবং মেঘালয়ে। আগামী ২৪ ঘণ্টায় ভারী বৃষ্টির সতর্কতা অরুণাচল প্রদেশে। বৃষ্টি হতে পারে ৭০ থেকে ১১০ মিলিমিটার পর্যন্ত।

  • Link to this news (২৪ ঘন্টা)