• মেলেনি কাটা মুণ্ডু, দত্তপুকুর কাণ্ডে জম্মু থেকে গ্রেপ্তার মূল অভিযুক্ত
    এই সময় | ১৩ ফেব্রুয়ারি ২০২৫
  • দত্তপুকুরে মুণ্ডহীন দেহ উদ্ধারের ঘটনায় পলাতক অভিযুক্ত জলিল অবশেষে পুলিশের জালে। জম্মু থেকে তাঁকে গ্রেপ্তার করেছে বারাসত থানার পুলিশ। ঘটনার পর থেকেই পলাতক ছিল জলিল। হজরত লস্কর খুনের ঘটনায় অভিযোগের তীর তার দিকেই। উল্লেখ্য, প্রধান অভিযুক্তের খোঁজ মিললেও এখনও মেলেনি হজরতের মুণ্ড।

    সূত্রের খবর, সিসিটিভির ফুটেজের সূত্র ধরে জলিলের খোঁজ মেলে। ঘটনার পর কলকাতা স্টেশন থেকে জম্বু তাওয়াই ট্রেনে উঠে জম্মুতে পালায় সে। সেখানে পরিচয় লুকিয়ে ছিল এতদিন। ভাঙা জিনিসপত্র বিক্রির কাজ করছিল জলিল। সিসিটিভি ফুটেজের সূত্র ধরেই জন্মুতে অভিযান চালায় বারাসত থানার পুলিশ। সেখান থেকে গ্রেপ্তার হয় মূল অভিযুক্ত। বুধবার সেখানকার আদালতে তোলার পর বৃহস্পতিবার ট্রানজিট রিমান্ডে বারাসতে আনার প্রস্তুতি শুরু করেছে পুলিশ।

    গত ৩ ফেব্রুয়ারি, সোমবার দত্তপুকুর থানার বাজিতপুরে কৃষি জমির পাশের মাঠে একটি গলা কাটা দেহ উদ্ধারে চাঞ্চল্য ছড়ায়। গেঞ্জি দিয়ে বাঁধা ছিল হাত-পা, শরীরের একাংশ পোড়া, নিম্নাঙ্গ ছিল ক্ষতবিক্ষত। স্থানীয় খালে ডুবুরি নামিয়ে তল্লাশি চালালেও উদ্ধার হয়নি মুণ্ড। পরে দেহের হাতে থাকা উল্কির সূত্র ধরে মেলে মৃতের পরিচয়।

    সেই সূত্র ধরেই পুলিশ জট ছাড়ায় এই কেসের। জানা যায়, নিহত যুবক গাইঘাটার হজরত লস্কর। খুনের সঙ্গে জড়িত সন্দেহে গ্রেপ্তার করা হয়, জলিলের খুড়তুতো ভাই ওবাইদুল ও তাঁর স্ত্রীকে। আটক করা হয় অভিযুক্তদের আশ্রয়দাতা এক মহিলাকেও। প্রাথমিক তদন্তে অনুমান, খুনের পিছনে ত্রিকোণ প্রেম সহ একাধিক বিষয় রয়েছে। জলিলকে এই বিষয়ে জেরা করলে স্পষ্ট হবে গোটা চিত্র বলে দাবি। একইসঙ্গে দেহের মাথারও খোঁজ মেলার সম্ভাবনা।

  • Link to this news (এই সময়)