• গভীর রাতে বারাসতে গয়না তৈরির কারখানায় বিস্ফোরণ! অগ্নিদগ্ধ এক নাবালক-সহ তিন শ্রমিক
    আনন্দবাজার | ১৩ ফেব্রুয়ারি ২০২৫
  • গভীর রাতে বিস্ফোরণ সোনার গয়না তৈরির কারখানায়! বুধবার উত্তর ২৪ পরগনার বারাসতের গোবিন্দ ব্যারাক এলাকায় ঘটনাটি ঘটেছে। বিস্ফোরণে অগ্নিদগ্ধ তিন জন শ্রমিক। তাঁদের মধ্যে এক নাবালকও রয়েছেন। আহতদের নিয়ে যাওয়া হয়েছে বারাসত নেডিক্যাল কলেজ ও হাসপাতালে।

    স্থানীয় সূত্রে জানা গিয়েছে, বুধবার রাতে আচমকা বিস্ফোরণে কেঁপে ওঠে বারাসতের হরিতলা এলাকা-সংলগ্ন গোবিন্দ ব্যারাকের ওই সোনার গয়না তৈরির কারখানা। সে সময় ঘটনাস্থলে ছিলেন তিন শ্রমিক। তাঁরা সকলেই আগুনে ঝলসে যান। শ্রমিকদের মধ্যে এক নাবালকও ছিলেন। স্থানীয় বাসিন্দারাই আহতদের তড়িঘড়ি উদ্ধার করে বারাসত মেডিক্যাল কলেজ ও হাসপাতালের জরুরি বিভাগে নিয়ে যান। আপাতত সেখানেই চিকিৎসাধীন রয়েছেন তিন শ্রমিক। হাসপাতাল সূত্রে খবর, তিন জনের মধ্যে দু’জনের অবস্থাই আশঙ্কাজনক। তৃতীয় জনকেও পর্যবেক্ষণে রাখা হয়েছে।

    জানা গিয়েছে, আহত তিন শ্রমিকের নাম সুকুমার দাস, অরিন্দম দাস এবং লিটন বারুলি। এঁদের মধ্যে সুকুমারের বয়স ১৭ বছর। বাকিরা যথাক্রমে ২৪ ও ৪৫ বছর বয়সি। তিন জনেই বারাসত মেডিক্যাল কলেজ ও হাসপাতালে চিকিৎসাধীন। কী ভাবে দুর্ঘটনা ঘটল, তা খতিয়ে দেখা হচ্ছে।

  • Link to this news (আনন্দবাজার)