এক বৃদ্ধার অস্বাভাবিক মৃত্যুতে রহস্য দানা বাঁধল। মঙ্গলবার রাত সাড়ে ৮টা নাগাদ ঘটনাটি ঘটেছে নেতাজিনগর থানা এলাকার নেতাজি সুভাষচন্দ্র বসু রোডে। পুলিশ জানিয়েছে, মৃতার নাম কণিকা সান্যাল (৭১)। বৃদ্ধার দেখাশোনার দায়িত্বে থাকা মহিলাকে জিজ্ঞাসাবাদ করা হয়েছে বলে পুলিশ সূত্রের খবর।
জানা গিয়েছে, চারতলা আবাসনের তেতলায় একাই থাকতেন ওই বৃদ্ধা। বছর পাঁচেক আগে তাঁর স্বামী মারা যান। একমাত্র ছেলে বিদেশে থাকেন। বৃদ্ধাকে দেখাশোনার জন্য সর্বক্ষণ এক মহিলা থাকতেন। পুলিশ সূত্রে জানা গিয়েছে, মঙ্গলবার রাত সাড়ে ৮টা নাগাদ তিনি বৃদ্ধাকে খেতে দিয়েছিলেন। খাবার দেওয়ার কিছু ক্ষণ পরে বৃদ্ধা অচৈতন্য হয়ে মেঝেতে পড়ে যান। সেই সময়েই কিছু জিনিসের ডেলিভারি দিতে এসে এক ব্যক্তি বৃদ্ধাকে ওই ভাবে পড়ে থাকতে দেখে ১০০ ডায়ালে ফোন করেন। নেতাজিনগর থানার পুলিশ এসে বৃদ্ধাকে হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসকেরা তাঁকে মৃত বলে জানান।
তদন্তে পুলিশ জানতে পেরেছে, অবসরপ্রাপ্ত ওই বৃদ্ধাকে দেখাশোনার জন্য যে মহিলা সাধারণত থাকতেন, গত কয়েক ধরে তিনি আসছিলেন না। মঙ্গলবারই নতুন এক জন আসেন। স্থানীয় একটি সেন্টারের তরফেই ওই মহিলাকে পাঠানো হয়েছিল।
পুলিশ সূত্রের খবর, বুধবার ময়না তদন্তের প্রাথমিক রিপোর্টে জানা গিয়েছে, হৃদ্যন্ত্র সংক্রান্ত সমস্যার জেরে বৃদ্ধার মৃত্যু হয়ে থাকতে পারে। পুলিশ জেনেছে, বৃদ্ধা বাড়িতে নিয়মিত নেশা করতেন। তাঁর ঘর থেকে একাধিক নেশার জিনিস মিলেছে। জানা গিয়েছে, বিদেশে থাকা বৃদ্ধার ছেলেকে খবর দেওয়া হয়েছে। তিনি ইতিমধ্যেই রওনা দিয়েছেন। তবে পরিবারের সদস্যেরা বুধবার রাত পর্যন্ত কোনও অভিযোগ দায়ের করেননি। এক তদন্তকারী আধিকারিক বলেন, ‘‘দেখাশোনার দায়িত্বে থাকা মহিলার সঙ্গে কথা বলা হয়েছে। এ দিন দেহের ময়না তদন্তও হয়েছে। রিপোর্ট দেখে পরবর্তী পদক্ষেপ করা হবে।’’