• বিদেশি শক্তিকে চমক দেবে IIT খড়্গপুর, দেশীয় প্রযুক্তিতে তৈরি হবে ড্রোন
    এই সময় | ১৩ ফেব্রুয়ারি ২০২৫
  • দেশের প্রতিরক্ষা ক্ষেত্রকে আরও শক্তিশালী করতে বিশেষ উদ্যোগ খড়্গপুর আইআইটি-র। ভুবনেশ্বরের বিখ্যাত ড্রোন প্রস্তুতকারক সংস্থা উইভিলস ড্রোনস-র সঙ্গে জুটি বাঁধল আইআইটি খড়্গপুর। মঙ্গলবার ক্যাম্পাসে আনুষ্ঠানিক উদ্বোধন হলো ‘স্টেপ’-র অধীনে ড্রোন তৈরির কারখানা। এই কারখানায় তৈরি হবে আধুনিক ও উন্নত প্রযুক্তিসম্পন্ন ড্রোন যা চলবে পেট্রল অথবা মিথানল বা ব্যাটারিতে।

    আইআইটি খড়্গপুর সূত্রে জানা গিয়েছে, এ বার বাইরে থেকে বিভিন্ন যন্ত্রাংশ এনে শুধু জোড়া দেওয়াই নয়, গবেষণাগারে সম্পূর্ণ ড্রোনই তৈরি হবে। মঙ্গলবার এই বিশেষ গবেষণাগারের উদ্বোধনও হয়ে গিয়েছে। উপস্থিত ছিলেন ‘স্টেপ’-র ম্যানেজিং ডিরেক্টর অধ্যাপক ক্ষণীন্দ্রনাথ পাঠক এবং উইভিলস ড্রোনের ডিরেক্টর সিদ্ধার্থ সরকার ও সিইও আশিস সাহা প্রমুখ।

    উল্লেখ্য, আইআইটি খড়্গপুরের এই ‘স্টেপ’ নিত্য নতুন আবিষ্কারের লক্ষ্যেই গড়ে উঠেছে। বৈজ্ঞানিক ও প্রযুক্তিগত সহায়তা দিয়ে দেশের যে কোনও নাগরিক বা সংস্থাকে সাহায্য করবেন স্টেপের বিজ্ঞানী ও গবেষক তথা আইআইটি খড়্গপুরের অধ্যাপক ও পড়ুয়ারা। স্টেপ এবং উইভিলসের মধ্যে ইতিমধ্যে মউ স্বাক্ষরিত হয়ে গিয়েছে।

    উইভিলস ড্রোনের ডিরেক্টর সিদ্ধার্থ সরকার বলেন, ‘বর্তমানে প্রতিরক্ষা ক্ষেত্র ছাড়াও কৃষিকাজ, অগ্নিনির্বাপণ ইত্যাদি ক্ষেত্রেও ড্রোনের ব্যবহার বেড়েই চলেছে। সে ক্ষেত্রে দেশবাসীকে সঠিক দামে ও উন্নত প্রযুক্তিসম্পন্ন ড্রোন উপহার দেওয়াই আমাদের লক্ষ্য। এ ক্ষেত্রে বিজ্ঞান ও প্রযুক্তিগত সহায়তা দেবে আইআইটি খড়্গপুর। এমনকী এই ড্রোনের কোনও অংশই বিদেশ থেকে আনতে হবে না।’

    এই সংস্থার সিইও আশিস সাহা বলেন, ‘২০২৪ সালের নভেম্বর মাস থেকেই এ নিয়ে আইআইটি খড়্গপুরের সঙ্গে দফায় দফায় আলোচনা হয়েছে। এ বার সেই উদ্যোগ বাস্তবায়িত হল। দেশবাসীর চাহিদা অনুযায়ী, স্বল্প বা সঠিক দামে ড্রোন উপহার দেওয়ার অঙ্গীকার করেছি আমরা।’

    স্টেপের এমডি অধ্যাপক পাঠক বলেন, ‘উইভিলস দেশের অন্যতম বিশ্বস্ত ড্রোন প্রস্তুতকারক সংস্থা। আমাদের সঙ্গে জুটি বেঁধে আরও উন্নত প্রযুক্তিসম্পন্ন ড্রোন তৈরি করাই ওদের লক্ষ্য। এ বার আইআইটি খড়্গপুরেই তৈরি হবে উন্নতমানের ড্রোন। ইতিমধ্যেই সেই কাজের উদ্বোধনও হয়ে গিয়েছে।’

  • Link to this news (এই সময়)