• জাতীয় সড়কে দাউ দাউ করে জ্বলছে এলপিজি ট্যাঙ্কার, স্তব্ধ যান চলাচল ...
    আজকাল | ১৩ ফেব্রুয়ারি ২০২৫
  • আজকাল ওয়েবডেস্ক: বৃহস্পতিবার দুপুরে বড়সড় দুর্ঘটনার হাত থেকে রক্ষা পেল সাগরদিঘির বাসিন্দারা। আজ দুপুর নাগাদ হঠাৎই ১২ নম্বর জাতীয় সড়কের ধারে দাঁড়িয়ে থাকা একটি এলপিজি ভর্তি ট্যাঙ্কারের চালকের ক্যাবিনে আগুন লেগে যায়। স্থানীয় বাসিন্দা, সাগরদিঘি থানার পুলিশ এবং দমকল বাহিনীর তৎপরতায় বড়সড় দুর্ঘটনা ঘটার আগেই আগুন নিয়ন্ত্রণে আনতে সক্ষম হয়।

    স্থানীয় সূত্রে জানা গিয়েছে, বৃহস্পতিবার দুপুর নাগাদ এলপিজি  বোঝায় একটি গ্যাস ট্যাঙ্কার বহরমপুরের দিক থেকে ফরাক্কার দিকে যাচ্ছিল। পথে খাবার খেতে ট্যাঙ্কার চালক সাগরদিঘি-মোড়গ্রাম এলাকায় গাড়িটিকে ১২ নম্বর জাতীয় সড়কের পাশে দাঁড় করিয়ে একটি হোটেলে খেতে যান। 

    এর কিছুক্ষণ পরই ট্যাঙ্কার চালকের কেবিন থেকে আগুন বার হতে দেখা যায়। দ্রুত সেই আগুনের লেলিহান শিখা  ট্যাঙ্কারের পিছনের অংশে ছড়িয়ে পড়তে থাকে। 

    পুলিশ সূত্রে জানা গিয়েছে, ট্যাঙ্কারটি যেখানে দাঁড়িয়ে ছিল সেখানে কাছেই একটি পুকুর এবং বড় একটি দোকান রয়েছে। ওই দোকান থেকে অগ্নিনির্বাপক যন্ত্র নিয়ে এসে প্রথমে আগুন নেভানোর চেষ্টা করা হয়। আগুন লাগার খবর পেয়ে দ্রুত রঘুনাথগঞ্জ থেকে দমকলের ইঞ্জিনও চলে আসে। সকলের সহযোগিতায় আগুন ক্যাবিন থেকে ট্যাঙ্কারের মূল অংশে ছড়িয়ে পড়া আটকানো সম্ভব হয়। এই অগ্নিকাণ্ডের জেরে নিরাপত্তার স্বার্থে জাতীয় সড়কের দুটি লেনে দীর্ঘক্ষণ যান চলাচল বন্ধ করে দিতে বাধ্য হয় পুলিশ। তার ফলে ১২ নম্বর জাতীয় সড়কে দীর্ঘ যানজট তৈরি হয়।  

    সাগরদিঘি থানার এক আধিকারিক বলেন, প্রাথমিক তদন্তে আমরা জানতে পেরেছি ট্যাঙ্কারটিতে এলপিজি ভর্তি ছিল। কোনওভাবে ট্যাঙ্কার চালকের ক্যাবিন থেকে গ্যাস বোঝাই অংশে আগুন ছড়িয়ে পড়লে ওই গাড়িটিতে বিস্ফোরণের ঘটনা ঘটত এবং সেক্ষেত্রে আশেপাশের বড় অংশের ক্ষতির সম্ভাবনা ছিল। কিভাবে ওই গ্যাস বোঝাই ট্যাঙ্কারটিতে আগুন লাগল তা খতিয়ে দেখছে পুলিশ।
  • Link to this news (আজকাল)