• কোচবিহারে ভয়াবহ দুর্ঘটনা, বাস ও বিএসএফের গাড়ির মুখোমুখি সংঘর্ষ, প্রাণ গেল এক জওয়ানের ...
    আজকাল | ১৩ ফেব্রুয়ারি ২০২৫
  • আজকাল ওয়েবডেস্ক: কোচবিহারে ভয়াবহ পথ দুর্ঘটনা। বাস ও বিএসএফ জওয়ানের বোলেরো গাড়ির মুখোমুখি সংঘর্ষ। মৃত্যু হল এক জওয়ানের। আহত হয়েছেন আরও চার জওয়ান। গতকাল রাতে ঘটনাটি ঘটেছে কোচবিহার ডোডেয়ারহাট সংলগ্ন কাকড়িবাড়ি রেল ব্রিজ সংলগ্ন এলাকায়। 

    দুর্ঘটনার পর আহত বিএসএফ জওয়ানদের উদ্ধার করে কোচবিহার এমজেএন মেডিক্যাল কলেজ ও হাসপাতালে ভর্তি করা হয়। বাকি চারজন বর্তমানে সেখানেই চিকিৎসাধীন রয়েছেন বলে জানা গিয়েছে বিএসএফ সূত্রে। 

    জানা গেছে, অসমের ধুবড়ি থেকে বিএসএফের একটি গাড়ি কোচবিহার গোপালপুর বিএসএফ ক্যাম্পের উদ্দেশে যাচ্ছিল। সেই সময় ডোডেয়ারহাট সংলগ্ন কাকড়িবাড়ি রেল ব্রিজ সংলগ্ন এলাকায় একটি বাসের সঙ্গে মুখোমুখি সংঘর্ষ হয় বিএসএফের গাড়িটির। 

    পরে স্থানীয় লোকজন ছুটে এসে বিএসএফের গাড়ির চালক সহ পাঁচজন জওয়ানকে উদ্ধার করে কোচবিহার এমজেএন মেডিক্যাল কলেজ ও হাসপাতালে পাঠান। হাসপাতালে কর্তব্যরত চিকিৎসকরা বিএসএফের গাড়িচালককে মৃত বলে ঘোষণা করেন। বাকি চারজন বিএসএফ জওয়ান চিকিৎসাধীন রয়েছেন সেখানে।
  • Link to this news (আজকাল)