• মায়েদের স্তন্যদানের ঘরে মদ্যপদের আড্ডা, বেহাল অবস্থা ধূপগুড়ি বাস টার্মিনাসের ...
    আজকাল | ১৩ ফেব্রুয়ারি ২০২৫
  •  আজকাল ওয়েবডেস্ক: মায়েদের স্তন্যদানের ঘরে ভিড় জমায় মদ্যপরা। দিন এবং রাত, যত্রতত্র বসে নেশার আসর। এককথায় বলতে গেলে নেশাড়িদের ঠিকানায় পরিণত হয়েছে ধূপগুড়ি পুর বাস টার্মিনাস। অভিযোগ করেছেন স্থানীয় বাসিন্দারা। 

    ২০২০ সালে জলপাইগুড়ি জেলার ধূপগুড়ি পুর বাস টার্মিনাসের উদ্বোধন হয়েছিল। ঝাঁ চকচকে টার্মিনাসের কয়েক বছরেই বেহাল অবস্থা। অভিযোগ ঠিক মতো পরিষ্কার, পরিচ্ছন্ন করা হয় না। গোটা টার্মিনাস চত্বর জুড়ে নোংরা আবর্জনায় ভরে রয়েছে। পান, গুটখার পিক দেওয়ালে এমনভাবে ছড়িয়ে আছে যেন রঙের প্রলেপ পড়েছে। ভেঙে পড়ছে দেওয়ালের আস্তরণ। 

    টার্মিনাসের সামনের দিকে ভেঙে পড়েছে। শৌচালয়ের অবস্থা বেহাল। নিয়মিত পরিষ্কার করা হয় না বলে অভিযোগ। বাধ্য হয়ে যাত্রীরা যত্রতত্র খোলা জায়গায় মলমূত্র ত্যাগ করছেন। যার জেরে ছড়াচ্ছে দূষণ।

    এলাকাবাসীর অভিযোগ, শিশুদের স্তন্যদান করানোর জন্য মায়েদের যে ঘর তৈরি করা হয়েছে সেই ঘরে দিনের আলোতেই বসছে মদ্যপদের আড্ডা। যাত্রীদের বসার জন্য চেয়ারগুলো ভেঙে রয়েছে। গরমের দিনে সাধারণ মানুষের কথা ভেবে লাগানো হয়েছিল সিলিং ফ্যান। সেগুলো খারাপ হয়ে পড়ে রয়েছে। নজরদারির জন্য লাগানো সিসিটিভি ক্যামেরাও অচল। গোটা বিষয়টি নিয়ে পুরসভার বোর্ড অফ অ্যাডমিনিস্ট্রেশনের ভাইস চেয়ারম্যান রাজেশ কুমার সিংয়ের সঙ্গে যোগাযোগ করা হলে তিনি বলেন, বিষয়টি আমাদের গোচরে এসেছে এবং তার জন্য প্রয়োজনীয় পদক্ষেপ নেওয়া শুরু হয়েছে।
  • Link to this news (আজকাল)