• নিউটাউন কাণ্ডের পর নিরাপত্তায় জোর, জায়গায় জায়গায় বসল সিসি ক্যামেরা 
    আজকাল | ১৩ ফেব্রুয়ারি ২০২৫
  • আজকাল ওয়েবডেস্ক:‌ নাবালিকা খুন ও ধর্ষণের ঘটনার পর নিউটাউন থানা এলাকার এবার নিরাপত্তায় জোর। নিউটাউন থানা এলাকার বিভিন্ন জায়গায় বসানো হচ্ছে সিসিটিভি ক্যামেরা। নিউটাউন থানার পক্ষ থেকে আপাতত এই ক্যামেরাগুলো বসানো হচ্ছে। এনকেডিএ–র তরফ থেকেও বসানো হবে ক্যামেরা। এমনটাই পুলিশ সূত্রে খবর।

     গত ১০ ফেব্রুয়ারি এনকেডিএ আধিকারিকরা ও নিউটাউন থানার পুলিশ নিউটাউন থানা এলাকার বিভিন্ন জায়গা পরিদর্শন করেন। একটি বৈঠকও করা হয়। বৈঠকে সিদ্ধান্ত হয় কোথায় কোথায় নতুন করে ক্যামেরা ও লাইট লাগানো হবে সেই বিষয়টি। সেই সব জায়গায় একদিকে যেমন নিউটাউন থানার পক্ষ থেকে ক্যামেরা লাগানো হচ্ছে, ঠিক তেমনি এনকেডি–র তরফ থেকেও ক্যামেরা লাগানো হবে। বলা যেতে পারে ক্যামেরায় মুড়ে ফেলা হচ্ছে নিউটাউন থানা এলাকার বিভিন্ন জায়গা। 

    যে জায়গায় ঘটনাটি ঘটেছিল, সেখানকার লাইট ঠিক করা হয়েছে। তবে এরকম একাধিক খালপাড়ের রাস্তা রয়েছে যেখান দিয়ে মানুষ যাতায়াত করে, কিন্তু আলোর বেহাল দশা। সেই রাস্তাগুলোতেও লাইট লাগানোর সিদ্ধান্ত নেওয়া হয়েছে। আপাতত নতুন করে ক্যামেরা বসল ঘটনাস্থল লোহাপুল, কেষ্টপুর–বাগজোলা খালপাড় লাগোয়া মৃধা মার্কেট, গৌরাঙ্গনগর ঢালাই ব্রিজ, মিশন বাজার ইত্যাদি গুরুত্বপূর্ণ মোড়ে। নিউটাউন থানার পুলিশ জানিয়েছে, জরুরি ভিত্তিতে আপাতত ২০ এনপিআর ক্যামেরা বসানো হয়েছে। এছাড়া স্ট্রিটে লাইট লাগানোর উপর জোর দেওয়া হয়েছে। 

     
  • Link to this news (আজকাল)