• 'দিদি তো বলেই দিয়েছেন ছাব্বিশের ভোটে...', মমতার সুরে সুর মেলালেন অভিষেক
    আজ তক | ১৩ ফেব্রুয়ারি ২০২৫
  • দলের রাশ তাঁর হাতেই রয়েছে বলে সম্প্রতি স্পষ্ট করেছেন মমতা বন্দ্যোপাধ্যায়। এই প্রেক্ষিতে ছাব্বিশের বিধানসভা নির্বাচনে তৃণমূল একলা লড়বে কি না, এই প্রশ্নের জবাবে দলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্য়ায় দলনেত্রীর সুরেই সুর মেলালেন। বললেন, 'দিদি তো বলেই দিয়েছে ছাব্বিশে একা লড়বে।' সম্প্রতি বিধায়কদের সঙ্গে বৈঠকে মমতা জানিয়েছেন, ছাব্বিশে একাই লড়বে তৃণমূল। একলা লড়াই নিয়ে মমতার সুরে যেভাবে সুর মেলালেন অভিষেক, তা সাম্প্রতিক রাজনৈতিক প্রেক্ষাপটে উল্লেখযোগ্য বলে মনে করছে রাজনৈতিক শিবিরের একাংশ। 

    অতীতে তৃণমূলে নবীন-প্রবীণ দ্বন্দ্ব ঘিরে সরগরম হয়েছিল রাজ্য রাজনীতি। অভিষেককে উপমুখ্যমন্ত্রী করার দাবিও উঠেছে ঘাসফুল শিবিরে। অতীতে অভিষেকের নামে পোস্টারও পড়েছিল। এই প্রেক্ষাপটে ছাব্বিশের নির্বাচনের আগে মমতা স্পষ্ট করেছেন যে, তাঁর হাতেই দলের রাশ রয়েছে। তারপর একলা লড়াই প্রসঙ্গে মমতার মন্তব্যের সঙ্গে সহমত পোষণ করলেন অভিষেক। 

    বৃহস্পতিবার সাতগাছিয়ায় সাংবাদিকদের ডায়মন্ড হারবারের সাংসদ বলেন, 'দিদি তো বলেই দিয়েছে ছাব্বিশে একা লড়বে। আমরা তো ২০১৪, ২০১৬, ২০১৯, ২০২১, ২০২৪ সালেও একা লড়েছি। একা লড়ে ভাল ফল করেছি। আমরা তো একা নির্বাচনে লড়েছি এখানে, হারিনি।'

    অন্য দিকে, দিল্লিতে নির্বাচনের ফল প্রসঙ্গেও এদিন মুখ খোলেন অভিষেক। বলেন, 'দিল্লির হার থেকে শিক্ষা নিতে হবে, জোট হিসেবে লড়লে লাভ হত।' কেন্দ্রীয় বাজেটে বাংলার বঞ্চনা নিয়ে এদিনও সরব হন অভিষেক। বলেছেন, 'কেন্দ্রের বাজেট ভাঁওতা ছাড়া কিছু নয়। রাজ্যের বাজেট মানুষের জন্য।' বিজেপির রাজ্য সভাপতি সুকান্ত মজুমদারকে নিশানা করে অভিষেক বলেছেন, 'সুকান্তবাবুরা বাংলার জন্য কী করেছেন, শ্বেতপত্র প্রকাশ করুন।'
     
  • Link to this news (আজ তক)