• দত্তপুকুর কাণ্ডে এখনও মেলেনি কাটা মুণ্ড! জম্মু থেকে পাকড়াও মূল অভিযুক্ত
    বর্তমান | ১৩ ফেব্রুয়ারি ২০২৫
  • নিজস্ব প্রতিনিধি, কলকাতা: দত্তপুকুরে মুণ্ডহীন দেহ উদ্ধারের ঘটনায় কলকাতা-সহ গোটা রাজ্যেই শোরগোল পড়েছে। ঘটনায় ইতিমধ্যেই একাধিক ব্যক্তিকে পাকড়াও করেছে পুলিস। তবে মূল অভিযুক্ত ছিল এখনও পর্যন্ত অধরা। অবশেষে তাকেও ভিন রাজ্য থেকে পাকড়াও করা হল। গ্রেপ্তারির হাত থেকে বাঁচতে একেবারে জম্মু ও কাশ্মীর পালিয়ে গিয়েছিল অভিযুক্ত।


    দত্তপুকুরের ঘটনায় পুলিসের খাতায় মূল অভিযুক্ত হিসেবে নাম ছিল আব্দুল জলিলের। কী ভাবে তাকে পাকড়াও করা সম্ভব হল? পুলিস সূত্রে খবর, সিসি ক্যামেরার ফুটেজে কলকাতা স্টেশনে জলিলকে দেখা গিয়েছিল। সেই ফুটেজেই ধরা পড়েছে, জম্মু-তাওয়াই এক্সপ্রেসে উঠছে জলিল। এই সূত্র ধরেই তার খোঁজ পায় পুলিস।


    গতকাল অর্থায বুধবারই জলিলকে জম্মু থেকে গ্রেপ্তার করা হয়। ওইদিনই তাকে আদালতেও পেশ করা হয়। বর্তমানে ট্রানজিট রিমান্ডে তাকে বারাসত ফেরানোর চেষ্টা করা হচ্ছে। পুলিস আধিকারিকরা মনে করছেন, এই আব্দুল জলিলকে জিজ্ঞাসাবাদ করেই এই ঘটনার উপর থেকে পর্দা সরানো সম্ভব হবে। এমনকী খোঁজ মিলতে পারে হদিশ না মেলা কাটা মুণ্ডরও।
  • Link to this news (বর্তমান)