• বালিতে ডাম্পারের ধাক্কায় দুমড়ে-মুচড়ে গেল ট্যাক্সি, মৃত দুই
    দৈনিক স্টেটসম্যান | ১৩ ফেব্রুয়ারি ২০২৫
  • জিটি রোডে মর্মান্তিক দুর্ঘটনা। বুধবার রাতে বালিতে ট্রাকের ধাক্কায় দুমড়ে-মুচড়ে গেল ট্যাক্সি। দুটি বাইককেও পিষে দেয় ওই সিমেন্ট মিক্সিং ডাম্পারটি। ঘটনাস্থলেই মৃত্যু হয় ট্যাক্সির চালক ও এক যাত্রীর। দুর্ঘটনার খবর পেয়ে ঘটনাস্থলে আসেন বালি কেন্দ্রের বিধায়ক রানা চট্টোপাধ্যায়। দুর্ঘটনার জেরে দীর্ঘ যানজট লেগে যায় বালির জিটি রোডে। ডাম্পারটিকে বাজেয়াপ্ত করেছে পুলিশ। সেটির মালিক কে, তা জানার চেষ্টা চালাচ্ছে পুলিশ।

    বুধবার রাত ১১টা নাগাদ বালির দেওয়ানগাজি এলাকায় দুর্ঘটনা ঘটে। দুই বাইকের তিন আরোহীও গুরুতর জখম হন। তাঁদের হাওড়া হাসপাতালে ভর্তি করা হয়। ডাম্পার চালকের খোঁজ চালাচ্ছে বালি থানার পুলিশ। দুর্ঘটনার খবর পেয়ে ঘটনাস্থলে যায় পুলিশ ও দমকল আধিকারিকরা। সিইএসসির কর্মীরা এসে বিদ্যুৎ সংযোগ বিচ্ছিন্ন করে। এরপর ডাম্পারটিকে সরানো হয় আর্থ মুভার দিয়ে। পরে গ্যাসকাটার দিয়ে ট্যাক্সি কেটে দেহ দুটি বের করা হয়।
  • Link to this news (দৈনিক স্টেটসম্যান)