৫ বছরের সন্তানের সামনে মাকে খুন! নেপথ্যে পণ নিয়ে বচসা?
প্রতিদিন | ১৩ ফেব্রুয়ারি ২০২৫
বাবুল হক, মালদহ: পাঁচবছরের শিশুর চোখের সামনে স্ত্রীকে খুনের অভিযোগ উঠল স্বামী ও শ্বশুরবাড়ির সদস্যদের বিরুদ্ধে। ঘটনাকে কেন্দ্র করে ব্যাপক চাঞ্চল্য ছড়িয়েছে মালদহের ইংরেজবাজারে। খুনে জড়িত সন্দেহে মৃতার শাশুড়িকে আটক করেছে পুলিশ। পলাতল স্বামী ও শ্বশুর। অভিযুক্তদের খোঁজে তদন্ত শুরু করেছে পুলিশ।
মৃতার নাম আমিলি বিবি। বয়স ২৬ বছর। বছর ছয়েক আগে আনন্দিপুর গ্রামের আজিজুর রহমানের সঙ্গে বিয়ে হয় তাঁর। অভিযোগ, বিয়ের পর থেকেই পণের দাবিতে বধূর উপর অত্য়াচার শুরু করে স্বামী ও শ্বশুরবাড়ির সদস্যরা। সময়ের সঙ্গে সঙ্গে অত্যাচারের মাত্রা বাড়ে বলে অভিযোগ। একাধিকবার বধূর বাপেরবাড়ির সদস্যরা মীমাংসা করার চেষ্টা করেন। কিন্তু লাভ হয়নি তাতেও। এরপর বৃহস্পতিবার ভোররাতে বধূর শ্বশুরবাড়ি থেকে বাপেরবাড়িতে ফোন করা হয়। জানানো হয়, গলায় ফাঁস দিয়ে আত্মঘাতী হয়েছেন আমিলি।
খবর পাওয়া মাত্রই মেয়ের বাড়িতে ছুটে যান বাপের বাড়ির সদস্যরা। দেখেন, আমিলির ঝুলন্ত দেহ। এরপরই খবর দেওয়া হয় থানায়। পুলিশ গিয়ে দেহ উদ্ধার করে পাঠিয়েছে ময়নাতদন্তের জন্য। মৃতার বাবার দাবি, আত্মহত্যা নয়, পণ না পেয়ে খুন করা হয়েছে তাঁর মেয়েকে। পুলিশ জানিয়েছে, ময়নাতদন্তের রিপোর্ট হাতে আসার পরই জানা যাবে, খুন নাকি আত্মহত্যা। তবে পরিবারের লোকের অভিযোগের ভিত্তিতে ঘটনার তদন্ত শুরু হয়েছে। গ্রেপ্তার করা হয়েছে মৃতার শাশুড়িকে। পলাতক স্বামী ও শ্বশুর।