স্ত্রীর প্রথম পক্ষের স্বামীর হাতে ‘খুন’ দ্বিতীয় বর, দাম্পত্য কলহের জের?
প্রতিদিন | ১৩ ফেব্রুয়ারি ২০২৫
সঞ্জিত ঘোষ, নদিয়া: স্ত্রীর প্রথম পক্ষের স্বামীর হাতে ‘খুন’ দ্বিতীয় বর। ভয়ংকর ঘটনাটি ঘটেছে নদিয়ার ধুবুলিয়ায়। খবর পেয়েই দেহ উদ্ধার করে ময়নাতদন্তে পাঠিয়েছে পুলিশ। পলাতক অভিযুক্ত। তার খোঁজে তল্লাশি শুরু করেছে পুলিশ।
জানা গিয়েছে, মৃতের নাম মাধবেন্দ্র দাস। নদিয়ার ধুবুলিয়ার বাসিন্দা তিনি। প্রতিবেশী সূত্রে খবর, কয়েকদিন ধরেই স্ত্রীর সঙ্গে অশান্তি চলছিল মাধবেন্দ্রর। বৃহস্পতিবার রাতে সেই অশান্তি চরমে ওঠে। অভিযোগ, অশান্তির মাঝেই মাধবেন্দ্রর স্ত্রী তাঁর প্রথম স্বামীকে ফোন করেন। জানান, দ্বিতীয় স্বামীর সঙ্গে ঝামেলার কথা। তাতেই সমস্যা চরমে ওঠে। অভিযোগ, বিষয়টি জানামাত্রই ধারালো অস্ত্র নিয়ে প্রাক্তন স্ত্রীর বাড়িতে হাজির হন ওই যুবক।
অভিযোগ, স্ত্রীর প্রথম পক্ষের স্বামীই এলোপাথাড়ি কোপায় দ্বিতীয় স্ত্রীকে। রক্তাক্ত অবস্থায় লুটিয়ে পড়েন তিনি। টের পেয়ে প্রতিবেশীরা ছুটে যান। আক্রান্তকে উদ্ধার করে রানাঘাটের একটি বেসরকারি হাসপাতালে নিয়ে যাওয়ার পথেই মৃত্যু হয় তাঁর। এই ঘটনার পর থেকেই পলাতক অভিযুক্ত। এদিকে দেহ উদ্ধার করে ময়নাতদন্তে পাঠিয়েছে পুলিশ। খুনের নেপথ্যে অন্য কোনও কারণ রয়েছে কি না, তাও খতিয়ে দেখা হচ্ছে। তদন্তের স্বার্থে কথা বলা হতে পারে মৃতের স্ত্রী ও প্রতিবেশীদের সঙ্গেও।