• ছাব্বিশে ‘একলা চলো’, কংগ্রেসের সঙ্গে জোট সম্ভাবনা ওড়ালেন অভিষেক
    প্রতিদিন | ১৩ ফেব্রুয়ারি ২০২৫
  • ধ্রুবজ্যোতি বন্দ্যোপাধ্যায়: বছর ঘুরলেই রাজ্যে বিধানসভা নির্বাচন। বাজেটের পর কার্যত সেই দামামা বেজে গিয়েছে। ছাব্বিশের নির্বাচনে কংগ্রেসের সঙ্গে জোটের সম্ভাবনা কতটা রয়েছে? সেই প্রশ্নের জবাবে একা লড়াইয়ের কথা জানালেন তৃণমূলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায়। সঙ্গে বিজেপিকে তোপ দেগে তাঁর মন্তব্য, “বলা ও করে দেখানোর মধ্যে অনেক পাথর্ক্য রয়েছে। বিজেপি বলতেই পারে ২৯৪ আসনের মধ্যে ২৯৪টিই জিতবে।”

    গতবছর লোকসভা নির্বাচনে বিরোধীরা ইন্ডিয়া জোট তৈরি করলেও রাজ্যে তৃণমূল একাই লড়েছিল। রাজ্যের শাসক দলের আসন সংখ্যা বেড়ে দাঁড়ায় ২৯। এছাড়াও বিধানসভার উপনির্বাচনগুলিতেও বিরোধীরা ধুয়ে মুছে সাফ হয়ে গিয়েছে। এই ফলাফলের পর তৃণমূল একাই লড়বে তা কার্যত স্পষ্ট ছিল। বৃহস্পতিবার সাংবাদিক বৈঠকে সেই কথাই বলেছেন অভিষেক। তৃণমূল ২০১১ সালের বিধানসভার জোটসঙ্গী কংগ্রেসকে নিয়ে আগামী বিধানসভা নির্বাচন লড়বে কি না, সেই প্রশ্নের উত্তরে তৃণমূলের সেনাপতি জানান, “দিদি তো বলেই দিয়েছেন। আমরা তো আগের নির্বাচনগুলো একাই লড়েছি। একা লড়ে আমরা ভালো ফল করেছি। আগামী নির্বাচনও একাই লড়ব।”

    দিল্লির বিধানসভা ভোট জেতার পর রাজ্য বিজেপি দাবি করেছে, তারা বিপুল ভোটে জিতে রাজ্যে ক্ষমতায় আসবে। গেরুয়া শিবিরকে কটাক্ষ করে অভিষেক বলেন, “বিজেপি তো একুশের বিধানসভা ভোটেও বলেছিল তারা বাংলাতে ২০০-র বেশি আসন পাবে। লোকসভা নির্বাচনেও বলেছিল ৩০টি আসন জিতবে। দেশের মধ্যে বাংলাতে সবচেয়ে ভালো ফল করবে এমন কথাও শোনা গিয়েছিল। কিন্তু তাদের আসন সংখ্যা ১৮ থেকে নেমে ১২ হয়েছে। মুখে বলা ও করে দেখানোর মধ্যে বিস্তর পার্থক্য রয়েছে। ওরা ২৯৪ আসনের মধ্যে ২৯৪টিই জিতবে বলতেই পারে।”

    ২০১১ সালের রাজ্যে ক্ষমতায় আসার পর থেকে সবস্তরের নির্বাচনে একাই লড়েছে তৃণমূল। ২০১৬ সালে বিধানসভা নির্বাচনে ২১১টি আসন পায় শাসকদল। ২০২১ নির্বাচনে শাসকদলের আসন সংখ্যা বেড়ে দাঁড়ায় ২১৫টি। চব্বিশের লোকসভা নির্বাচনে ২৯টি আসনে জিতেছে তৃণমূল।
  • Link to this news (প্রতিদিন)