• ভারতের ‘দুয়ারে’ এসে পথ হারাল বাংলাদেশি বার্জ, সাগরের ধীবররা প্রাণ বাঁচালেন ওপার বাংলার ১২ জনের
    এই সময় | ১৪ ফেব্রুয়ারি ২০২৫
  • ডুবন্ত বার্জ থেকে বাংলাদেশিদের উদ্ধার করলেন ভারতীয় মৎস্যজীবীরা। তাঁদের তৎপরতায় প্রাণ ফিরে ফেলেন ১২ জন বাংলাদেশি। নিরাপদ ভাবে উদ্ধার করার পর নিয়ম মেনে দক্ষিণ ২৪ পরগনার সাগর থানার পুলিশের হাতে তাঁদের তুলে দেওয়া হয়। আইন মেনে এর পর হস্তান্তরিত করা হবে বাংলাদেশের হাতে।

    বৃহস্পতিবার দুপুরে মুড়িগঙ্গাতে বাংলাদেশের একটি বার্জ ডুবে যায়। বজবজ থেকে মুড়িগঙ্গা হয়ে সাগরে যাওয়ার পথে ঘোড়ামারার কাছে সেটি ডুবে যায়। পাটাতন ফেটে জল ঢোকার কারণে এই বিপত্তি ঘটে বলে খবর।

    সে সময় সেখানে উপস্থিত থাকা সাগরের স্থানীয় মৎস্যজীবীরা এগিয়ে যান। খবর দেওয়া হয় সাগর থানায়। পুলিশ এসে তাঁদের নিয়ে যায়। বাংলাদেশি ওই নাবিকরা জানান, যে পাইলটের, তাঁদের রাস্তা দেখিয়ে নিয়ে যাওয়ার কথা ছিল, তিনি আগেভাগে চলে যাওয়ায় বিপত্তি ঘটে। লোকেশন দেখে তাঁদের বাংলাদেশে যেতে বলেন। কিন্তু বার্জ ছাড়তেই ঘোড়ামারার কাছে চলে আসে ওই বাংলাদেশি বার্জ। সাগরের মৎস্যজীবীরা মাছের ট্রলার নিয়ে গিয়ে উদ্ধার করে তাঁদের। এ ভাবে প্রতিবেশী দেশের মৎস্যজীবীরা তাঁদের প্রাণ বাঁচানোয় কৃতজ্ঞতা জানান ওই বাংলাদেশিরা।

    প্রসঙ্গত, ভুল করে জলসীমানা পার করে বাংলাদেশের সীমানায় ঢুকে পড়ায় সম্প্রতি দক্ষিণ ২৪ পরগনারই কাকদ্বীপ ও নামখানার বেশ কয়েক জন মৎস্যজীবীকে বিপদে পড়তে হয়েছিল।

    অভিযোগ উঠেছিল, বাংলাদেশের নৌবাহিনী এসে ভারতীয় ধীবরদের ট্রলারে জাহাজ দিয়ে ধাক্কা মেরে দুমড়ে মুচড়ে দেয়। এমনকী তাঁদের মারধর করারও অভিযোগ উঠেছিল বাংলাদেশে। তবে ভারত বরাবরই সৌজন্য, সম্প্রীতিতে বিশ্বাসী। বৃহস্পতিবার সাগরের মৎস্যজীবীরা আরও এক বার তারই নজির গড়লেন।

  • Link to this news (এই সময়)