ভিন রাজ্যে কাজে গিয়ে বড়সড় বিপদে পড়লেন আলিপুরদুয়ারের ১৫ জন যুবক। অভিযোগ, পরিযায়ী শ্রমিকের কাজ করতে গিয়ে অপহৃত হয়ে আর্থিক প্রতারণার শিকার হন কালচিনির চুয়াপাড়া চা বাগানের ওই যুবকরা। ইতিমধ্যেই জেলা পুলিশের তরফে কেরালার পুলিশের সঙ্গে যোগাযোগ করা হয়েছে। সেখানেই হাসপাতালে চিকিৎসাধীন ১৫ জন যুবক।
গত ৪ ফেব্রুয়ারি ওই যুবকরা ভিন রাজ্যে কাজের জন্য রওনা দেন। অভিযোগ, তামিলনাড়ুর চিরুচংটু থানার পাল্লিপালায়ম গ্রামে ১৫ জনকে একটি ঠান্ডা পানীয় সংস্থায় কাজ দেওয়ার নাম করে আটকে রাখা হয়েছিল। মাথা পিছু ১৫ হাজার টাকা করে মুক্তিপণ চাওয়া হয়। এমনকী টাকা না দিলে খুন করারও হুমকি দেওয়া হয়।
এর পরই ওই যুবকরা বাড়িতে যোগাযোগ করে সবটা জানান। চা-বলয়ের ওই পরিবারগুলি অনেক কষ্ট করে টাকা জোগাড় করে পাঠায়। এর পরই ওই যুবকদের ছাড়া হয় বলে খবর।
জানা গিয়েছে, খবর পেয়ে আলিপুরদুয়ার জেলা পুলিশের তরফে তামিলনাড়ু পুলিশের সঙ্গে যোগাযোগ করা হলে, কোনও অপহরণের ঘটনা ঘটেনি বলে দাবি করেন সেখানকার পুলিশ কর্তারা। আলিপুরদুয়ার জেলা পুলিশের দাবি, মাথাপিছু ১৫ হাজার নয়, প্রতারকের খপ্পরে পড়ে ওই যুবকদের ৫ হাজার টাকা করে খোয়াতে হয়েছে।
ওই প্রতারকদের হাত থেকে মুক্তি পাওয়ার পর আপাতত ওই ১৫ জন যুবক কেরালার তিরুবনন্তপুরমের কুমারাপুরম মেডিক্যাল কলেজে ভর্তি রয়েছেন। পরিবারের অনুমান, মানসিক চাপ সহ্য করতে না পেরে সকলেই অসুস্থ হয়ে পড়েছেন।`
চুয়াপাড়া চা বাগানের প্রতারিত যুবক অনিল ওঁরাওয়ের দিদি অমৃতা ওঁরাও জানান, সকলেই এখন কেরালার একটি মেডিক্যাল কলেজে ভর্তি রয়েছেন। কথাও হয়েছে। এখন তাঁরা বিপন্মুক্ত। খুব তাড়াতাড়ি বাড়ি ফিরে আসবেন। জেলা পুলিশের তরফে তাঁরা সব রকম সহযোগিতা পেয়েছেন বলেও জানান।
পুলিশসুপার ওয়াই রঘুবমশী বলেন, ‘ভিন রাজ্যে কাজের খোঁজে গিয়ে বিপদে পড়া যুবকদের পরিবারগুলিকে সবরকম সহযোগিতা করছি। তাঁরা ফিরে আসার পর কালচিনি থানায় লিখিত অভিযোগ জানানোর পরামর্শ দিয়েছি।’
তথ্য: পিনাকী চক্রবর্তী