• ঝোপের আড়াল থেকে নড়ছে লিকলিকে দু’টো হাত, আপনজনই কি ফেলে গেলো?
    এই সময় | ১৪ ফেব্রুয়ারি ২০২৫
  • লিকলিকে হাত, টনটনে নাক, মাথা ভর্তি চুল। বয়স এক দিন হবে। ঝোপের ভিতর থেকে উদ্ধার করা হলো এক শিশুকন্যাকে। কেউ বা কারা ফেলে রেখে গিয়েছে তাকে। কাকভোরে পিংলার জঙ্গলের রাস্তা ধরে এক ব্যক্তি যাওয়ার সময় নজরে আসে। এর পরই হইচই, থানায় খবর দেওয়া। পুলিশ এসে তাকে উদ্ধার করে মেদিনীপুর মেডিক্যালের মাতৃমা বিভাগে ভর্তি করে। আপাতত সেখানে সিক নিউবর্ন স্টেবিলাইজ়েশন ইউনিট বা SNCU-তে ভর্তি। বৃহস্পতিবার পশ্চিম মেদিনীপুর জেলার পিংলা থানার দুজিপুর এলাকায় এই ঘটনা ঘটে। লক্ষ্মীবারেই ঘর ছাড়া লক্ষ্মী!

    বৃহস্পতিবার কাকভোরে জঙ্গল সংলগ্ন রাস্তা দিয়ে হেঁটে যাচ্ছিলেন এক ব্যক্তি। হঠাৎই রাস্তার পাশে ঝোপের মধ্যে কিছু একটা দেখে থমকে দাঁড়ান তিনি। এগিয়ে দেখেন, এক সদ্যোজাত কাপড়ে জড়ানো অবস্থায় রাখা। সঙ্গে সঙ্গে ওই ব্যক্তি গ্রামের আরও কয়েকজনকে ডেকে পিংলা থানায় খবর দেন। তড়িঘড়ি পুলিশ সেখানে হাজির হয়। হাজির হয় ব্লক স্বাস্থ্য দপ্তরের আধিকারিকরাও।

    শিশুটিকে উদ্ধার করে প্রথমে স্থানীয় স্বাস্থ্যকেন্দ্রে নিয়ে যাওয়া হয়। এর পরই পিংলা থানার ওসি এবং ব্লক স্বাস্থ্য আধিকারিক (BMOH) দু’জনই ফোন করেন জেলার শিশু সুরক্ষা আধিকারিক সন্দীপ দাসকে। তাঁর নির্দেশেই সদ্যোজাতকে নিয়ে যাওয়া হয় খড়্গপুর মহকুমা হাসপাতালে। দুপুর নাগাদ মেদিনীপুর মেডিক্যাল কলেজ ও হাসপাতালের মাতৃমা বিভাগে স্থানান্তরিত করা হয় সদ্যোজাতকে।

    জেলার শিশু সুরক্ষা আধিকারিক সন্দীপ দাস বলেন, ‘এক দিন বয়স শিশুটির। বোঝাই যাচ্ছে, জন্মের পর ফেলে রেখে গিয়েছে। বাকিটা পুলিশ তদন্ত করবে। অনেক ক্ষেত্রেই হয় বাইরে থেকে কেউ বা কারা এসে ফেলে দিয়ে যায়। চিকিৎসকেরা জানিয়েছেন, শিশুটি প্রিম্যাচিওর। তাই শিশুটিকে মেদিনীপুর মেডিক্যাল কলেজের মাতৃমা বিভাগের SNCU-তে নিয়ে যাই। পুলিশের সঙ্গে আমরাও বিষয়টি তদন্ত করে দেখছি, কে বা কারা এই কাণ্ড ঘটিয়েছে।’

  • Link to this news (এই সময়)