• বেলপাহাড়ি গ্রামীণ হাসপাতালে এ বার প্রসূতিদের সিজ়ারও, বড় ঘোষণা
    এই সময় | ১৪ ফেব্রুয়ারি ২০২৫
  • বেলপাহাড়ি গ্রামীণ হাসপাতালে শুরু হতে চলেছে ‘সিজ়ার’ পরিষেবা। এত দিন বেলপাহাড়ি গ্রামীণ হাসপাতালে প্রাথমিক চিকিৎসার পাশাপাশি অন্যান্য পরিষেবা মিললেও, প্রসূতিদের সিজ়ারের ব্যবস্থা ছিল না। ফলে ইমার্জেন্সি হলেও প্রায় ৪০ কিলোমিটার পথ পেরিয়ে ঝাড়গ্রাম মেডিক্যাল কলেজে ছুটতে হতো। এ বার সেই সমস্যা মিটতে চলেছে। বেলপাহাড়ি গ্রামীণ হাসপাতালে সিজ়ারের ব্যবস্থা থাকবে, তৈরি হবে ব্লাড সংরক্ষণ ইউনিট। ফলে এতটা পথ পার করে প্রসূতিদের আর ঝাড়গ্রামে যেতে হবে না। ভোগান্তি দূর হওয়ার পাশাপাশি চাপও কমবে ঝাড়গ্রাম মেডিক্যাল কলেজ ও হাসপাতালের।

    রাজ্য স্বাস্থ্য দপ্তরের অধিকর্তা স্বপন সোরেন বৃহস্পতিবার ঝাড়গ্রামে স্বাস্থ্য পরিষেবা পরিদর্শনে যান। সেখানেই তিনি জানান, বেলপাহাড়ি গ্রামীণ হাসপাতালে তাঁরা এমন ব্যবস্থা চালু করতে চলেছেন, কোনও প্রসূতি মায়ের যদি সিজ়ার করাতে হয়, তা করা যাবে। তার জন্য প্রয়োজনীয় ব্লাড সংরক্ষণ ইউনিটও রাখা হবে।

    রাজ্যের পালা বদলের পর জঙ্গলমহলের স্বাস্থ্য পরিকাঠামো ঢেলে সাজানো হয়েছে। গ্রামেগঞ্জে তৈরি হয়েছে গ্রামীণ মানুষের স্বাস্থ্য পরিষেবার জন্য সুস্বাস্থ্য কেন্দ্র। ব্লকে রয়েছে গ্রামীণ হাসপাতাল। ঝাড়গ্রাম জেলায় তৈরি করা হয়েছে তিনটি সুপার স্পেশালিটি হাসপাতাল। তার মধ্যে ঝাড়গ্রাম সুপার স্পেশালিটি হাসপাতালকে ঝাড়গ্রাম মেডিক্যাল কলেজ হাসপাতালে উন্নীত করা হয়েছে।

    তবে বেলপাহাড়ির মানুষের দীর্ঘদিনের দাবি, এখানকার চিকিৎসা পরিষেবা আরও উন্নত করা হোক। সেই দাবি এ বার মিটতে চলেছে। বেলপাহাড়ি এলাকার বাসিন্দা কাজলকান্তি পাল জানান, বেলপাহাড়ি থেকে প্রসূতিকে গাড়িতে ঝাড়গ্রাম নিয়ে যেতে অনেক ঝুঁকি। রাস্তায় যেমন ভোগান্তি রয়েছে, প্রসূতির কোনও সমস্যাও হতে পারে। বেলপাহাড়ি গ্রামীণ হাসপাতালে সিজ়ার করা হলে, এর থেকে ভালো খবর আর কী বা হতে পারে।

    রাজ্য স্বাস্থ্য অধিকর্তা বলেন, ‘ঝাড়গ্রামে সর্বোচ্চ পরিকাঠামো আমরা তৈরি করে দিয়েছি। তা ছাড়াও যে কয়েকটি ফাঁক রয়েছে, তা আমরা দ্রুত সমাধানের জন্য স্বাস্থ্য দপ্তরের পক্ষ থেকে উদ্যোগ নিয়েছি। ব্লক স্তরে থাকা গ্রামীণ হাসপাতালগুলিকে আরও উন্নত করা হবে এবং সেখানে রক্ত পরীক্ষা থেকে সমস্ত ধরনের পরীক্ষা নিরীক্ষা বিনামূল্যে করা হবে। মানুষকে উন্নত চিকিৎসা প্রদান করা হবে।’

  • Link to this news (এই সময়)