• শহরে ফের দুর্ঘটনা, আরজিকরের সামনে মহিলাকে পিষে দিল বাস, এলাকায় চাঞ্চল্য
    আজকাল | ১৪ ফেব্রুয়ারি ২০২৫
  • আজকাল ওয়েবডেস্ক: গত কয়েক মাসে শহরে ঘটে গিয়েছে একাধিক বাস দুর্ঘটনা। রাজ্য প্রশাসন একের পর এক সুরক্ষামূলক ব্যবস্থা নেওয়ার পরেও কমছে না দুর্ঘটনার সংখ্যা। বৃহস্পতিবার ফের ভয়াবহ বাস দুর্ঘটনা ঘটল আরজিকর হাসপাতালের সামনে। জানা গিয়েছে, ভয়াবহ দুর্ঘটনায় মৃত্যু হয়েছে এক মহিলার।  ঘটনাটি ঘটেছে আর জি কর হাসপাতালের ছ’নম্বর গেটের সামনে ব্রিজে ওঠার মুখে। ঘটনায় চাঞ্চল্য ছড়িয়েছে স্থানীয় এলাকায়। ইতিমধ্যেই ঘটনাস্থলে পৌঁছে পরিস্থিতি নিয়ন্ত্রণে এনেছে পুলিশ। জানা গিয়েছে, এদিন সন্ধ্যায় ওই মহিলা আরজি কর হাসপাতালের সামনে ব্রিজে উঠছিলেন।

    সেই সময় হঠাৎই একটি বাস তাঁকে ধাক্কা মারে। স্থানীয় সূত্রে খবর, ওই মহিলা মানসিক ভারসাম্যহীন ছিলেন। তাঁর বয়স আনুমানিক ৩৭-৩৮ বছর। বাসের ধাক্কায় ব্রিজের সামনেই তিনি পড়ে গেলে স্থানীয় মানুষজন তাঁকে মৃত বলে ঘোষণা করেন চিকিৎসক। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে এসে বাসটিকে আটক করে। জানা গিয়েছে, ওই মহিলার পরিবারকে খবর দেওয়া হলে তাঁরা হাসপাতালে আসেন। তবে ঘটনার পর এলাকায় যথেষ্ট চাঞ্চল্য ছড়ায়। ক্ষোভে ফেটে পড়েন এলাকার মানুষজন। পুলিশ পরিস্থিতি নিয়ন্ত্রণে আনলেও বারবার বাসের দ্রুতগতির বলি হতে হচ্ছে সাধারণ মানুষকে। ফলে, বারবার নিরাপত্তা নিয়ে উঠছে প্রশ্ন।
  • Link to this news (আজকাল)