আর অপেক্ষা নয়, কলকাতায় বাস যাত্রা এবার জলের মত সহজ, আসছে নতুন অ্যাপ...
আজকাল | ১৪ ফেব্রুয়ারি ২০২৫
আজকাল ওয়েবডেস্ক: শহর কলকাতার বিমানবন্দর, ই এম বাইপাস, ভিআইপি সহ ১২টি গুরুত্বপূর্ণ রুটে চলাচলকারী বাসগুলির রিয়েল-টাইম আপডেট পাওয়ার জন্য নতুন মোবাইল অ্যাপ চালু করতে চলেছে রাজ্য সরকারের পরিবহণ দপ্তর। পরিবহণ দপ্তরের এক আধিকারিকের মতে, প্রতিটি বাস চালককে অতিরিক্ত একটি অ্যান্ড্রয়েড ফোন প্রদান করা হবে, যা বাস অপারেটরদের মাধ্যমে পরিবহণ দপ্তর ও রাজ্য আইটি সংস্থা ওয়েবেল পরিচালিত ওই নয়া অ্যাপের সঙ্গে যুক্ত থাকবে। জানা গিয়েছে, নয়া এই অ্যাপের মাধ্যমে বাসগুলির সঠিক অবস্থান ও সময় সম্পর্কে রিয়েল টাইম আপডেট পাবেন যাত্রীরা।
ফলে সাধারণ মানুষ সহ ট্রাফিক পুলিশের জন্যও অত্যন্ত কার্যকরী হবে এই অ্যাপ। এই অ্যাপের মাধ্যমে যাত্রীরা নির্দিষ্ট স্টপেজে বাস কখন আসবে তা জানতে পারবেন। একই সঙ্গে, বাসগুলির গতিও নিয়মিত ভাবে পর্যবেক্ষণ করা হবে। চালক যদি অতিরিক্ত দ্রুতগতিতে চালান বা খুব ধীরগতিতে যান, তবে তা নজরে আসবে ট্রাফিক পুলিশের। যে যে রুটের বাসে অ্যাপ চালু হচ্ছে সে রুটের প্রতিটি বাস স্টপেজে এলইডি বোর্ড স্থাপন করা হবে। সেখানে বাসের লাইভ আপডেট দেখতে পাবেন অপেক্ষারত যাত্রীরা। কোনও বাস যদি অনিয়ন্ত্রিতভাবে চলাচল করে বা স্টপেজ ছাড়া অন্য কোথাও দাঁড়ায় তাহলে সহজেই ব্যবস্থা নিতে পারবে কর্তৃপক্ষ।
বাস চালকদের এই নতুন ব্যবস্থার সঙ্গে পরিচিত করার জন্য একটি ট্রেনিং দেওয়া হচ্ছে বলে জানা গিয়েছে। কলকাতা বিমানবন্দর, ই এম বাইপাস এবং ভিআইপি রোড অঞ্চলে চলাচলকারী বাসগুলির জন্য এই ব্যবস্থা বাধ্যতামূলক করা হবে। আগামী দু’মাসের মধ্যে এই প্রকল্প সম্পূর্ণরূপে বাস্তবায়িত হবে বলে আশা করা হচ্ছে। জানা গিয়েছে, সপ্তাহের শুরুতে পরিবহণ মন্ত্রী স্নেহাশিস চক্রবর্তী, নগরোন্নয়ন মন্ত্রী ফিরহাদ হাকিম, বাস অপারেটরদের প্রতিনিধি ও রাজ্য পরিবহণ সংস্থার কর্মকর্তারা এই অ্যাপের বিষয়ে আলোচনা করেছেন।