রণজয় সিংহ: ফের শিরোনামে মালদহ। এবার জেলা পরিষদের বিরোধী দলনেতার গাড়িতে 'হামলা'! খুনের আশঙ্কায় পুলিসের দ্বারস্থ হলেন তিনি। লিখিত অভিযোগ দায়ের করলে কালিয়াচক থানায়।
মালদহ জেলা পরিষদ তৃণমূলের দখলে। বিরোধী দলনেতা কংগ্রেসের আব্দুল হান্নান। প্রবীণ এই নেতার দাবি, ছাব্বিশে বিধানসভা ভোটের কথা মাথায় রেখে এলাকায় জনসংযোগের বেরিয়েছিলেন তিনি। কালিয়াচকে ৩৪ নম্বর জাতীয় সড়ক দিয়ে যখন যাচ্ছিলেন, তখন উল্টো দিক এসে একটি বাইকে হান্নানের গাড়িতে ধাক্কা মারে বলে অভিযোগ। শুধু তাই নয়, ঘটনার পর আবার পালিয়েও যান বাইকের চালক!
জেলা পরিষদের বিরোধী দলনেতার দাবি, নিছক দুর্ঘটনা নয়, পরিকল্পনামাফিক এই হামলা চাবিয়েছে তৃণমূল আশ্রিত দুষ্কৃতীরা। এর আগেও ফোন হুমকি দেওয়া হয়েছিল তাঁকে। ঘটনার তদন্তে নেমেছে কালিয়াচক থানার পুলিস।
এদিকে হামলার অভিয়োগ অস্বীকার করেছে তৃণমূল। দলের রাজ্য সহ-সভাপতি ও ইংরেজবাজার পুরসভার চেয়ারম্যান কৃষ্ণেন্দুনারায়ণ চৌধুরী বলেন, 'ওনাকে আমি চিনি। জেলা পরিষদের বিরোধী দলনেতা। ওনার গাড়িতে যদি মারার উদ্দেশ্যে ধাক্কা মারে, তাহলে দুঃখজনক ঘটনা। পুলিস তদন্ত করছে। দোষীরা নিশ্চয়ই গ্রেফতার হবে। সে যে দলেরই হোক। আর এর আগে যদি মারার চেষ্টা করে থাকে, তাহলে fir করলেন কেন, তাহলে আর ভালো হত আমাদের পক্ষে'।
এর আগে, চলতি বছরের দোসরা জানুয়ারি মালদহে শহরে নিজের বাড়ির কাছেই খুন হন ইংরেজবাজার পুরসভার ২২ নম্বর ওয়ার্ডের কাউন্সিলর ছিলেন দুলালচন্দ্র সরকার ওরফে বাবলা। দিনদুপুরে বন্দুক হাতে তাঁকে রীতিমতো ধাওয়া করে দুষ্কৃতীরা। এরপর একটি গ্যারাজে ভিতরে তৃণমূল কাউন্সিলরকে লক্ষ্য় করে খুব কাছ থেকে গুলি চালানো হয়।