শিয়ালদহ স্টেশন চত্বরে ভয়াবহ অগ্নিকাণ্ড! আতঙ্কের কবলে এলাকা
প্রতিদিন | ১৪ ফেব্রুয়ারি ২০২৫
অর্ণব আইচ: বৃহস্পতিবার রাতে আচমকাই শিয়ালদহ স্টেশন চত্বরে আগুন। স্টেশন লাগোয়া ব্রিজের নিচে প্রাচী সিনেমা হলের সামনে দাউদাউ আগুন জ্বলতে দেখা গিয়েছে। আগুন লাগার সঙ্গে সঙ্গে হুড়োহুড়ি পড়ে গিয়েছে এলাকায়। দ্রুত ঘটনাস্থলে হাজির হয় দমকলের ৫টি ইঞ্জিন। কীভাবে ওই আগুন লাগল তা এখনও জানা যায়নি। যেভাবে আগুন ছড়াচ্ছে তাতে আপাতত পাঁচ-ছ’টি দোকানে আগুন লাগলেও তা আরও ছড়িয়ে পড়ার আশঙ্কা রয়েছে। যদিও দমকল ইতিমধ্যেই যুদ্ধকালীন পরিস্থিতিতে আগুন নেভানোর কাজ শুরু করে দিয়েছে। এই মুহূর্তে এলাকায় রয়েছে ১০টি ইঞ্জিন।
জানা গিয়েছে, ১০.৪৫ নাগাদ খবর যায় দমকলে। প্রথমে ফুলের দোকানে আগুন লাগে। সেখান থেকে আশপাশের খাবারের দোকানেও ছড়িয়ে পড়ে আগুন। যেহেতু এলাকাটি ঘিঞ্জি, তাই আগুন আরও ছড়িয়ে পড়ার আশঙ্কা করছে দমকল। ব্রিজের উপর থেকে হোস পাইপে জল ছিটিয়ে আগুন দ্রুত নিয়ন্ত্রণে আনার চেষ্টা হচ্ছে।প্রথমে ৭টি ইঞ্জিন থাকলেও পরে আরও ৩টি ইঞ্জিন সেখানে হাজির হয়। সাদা ধোঁয়ায় ঢেকে গিয়েছে এলাকা।
এখনও পর্যন্ত কোনও হতাহতের কথা জানা যায়নি। এদিন আগুন লাগার খবর পেয়ে দমকল দ্রুত হাজির হয়ে আগুন নেভানোর কাজ শুরু করলে তাদের সাহায্যে এগিয়ে আসতে দেখা যায় স্থানীয় বাসিন্দাদের। তাঁরাও হাত লাগান আগুন নেভানোর কাজে। কী কারণে আগুন লাগল তাও খতিয়ে দেখা হচ্ছে। আগুন লাগার সঙ্গে আশপাশে থাকা সমস্ত মানুষকে নিরাপদ স্থানে সরিয়ে নিয়ে যাওয়া হয়।