• বেসরকারি মেডিক্যাল কলেজে ভর্তির নামে টাকা তোলার অভিযোগ, গ্রেপ্তার ১
    এই সময় | ১৪ ফেব্রুয়ারি ২০২৫
  • বেসরকারি মেডিক্যাল কলেজে ভর্তির নামে টাকা তোলার অভিযোগে এক যুবককে গ্রেপ্তার করা হল। টানা তল্লাশির পর বুধবার রাতে পশ্চিম মেদিনীপুরের ওই যুবককে কলকাতা থেকে গ্রেপ্তার করে দুর্গাপুর থানার পুলিশ। বৃহস্পতিবার ধৃতকে পুলিশি হেফাজতে নিয়ে টাকা উদ্ধারের চেষ্টা চালাতে চাইছে দুর্গাপুর থানার পুলিশ। এই ঘটনার সঙ্গে আরও কেউ জড়িত কি না তাও জানার চেষ্টা করছে।

    পুলিশ সূত্রে খবর, ২০২৪ সালের শুরুর দিকে দুর্গাপুর থানার ইস্পাত নগরীর দুই যুবককে কলকাতার একটি নামকরা বেসরকারি মেডিক্যাল কলেজে ভর্তি করিয়ে দেওয়ার প্রতিশ্রুতি দেন ওই যুবক। অভিযোগ, ওই দুই যুবকের থেকে প্রায় ১ কোটি ৬০ লক্ষ টাকাও নেন অভিযুক্ত। কিন্তু কাউকেই মেডিক্যাল কলেজে ভর্তি করাতে পারেননি।

    ওই দুই যুবক ধীরে ধীরে বুঝতে পারেন, প্রতারণার শিকার হয়েছেন। এর পরই ওই যুবকের বিরুদ্ধে দুর্গাপুর থানায় অভিযোগ দায়ের হয়। অভিযোগের ভিত্তিতে তদন্তে নামে পুলিশ। খবর পায়, কলকাতায় রয়েছেন অভিযুক্ত। সেই মতো কলকাতায় হানা দেয় দুর্গাপুর পুলিশ।

    দুর্গাপুর থানার এএসআই নাজমুল হুদা নিয়ে ছিলেন তল্লাশি অভিযানে। ৬ দিন তল্লাশির পর পঞ্চসায়র থানা এলাকার একটি বহুতল আবাসনে হানা দেয়। সেখান থেকেই গ্রেপ্তার হন অভিযুক্ত। যদিও ধৃতের দাবি, এই অভিযোগ মিথ্যা। তিনি কোনও টাকা নেননি।

  • Link to this news (এই সময়)