• এ বার শিয়ালদহ স্টেশনের সামনে উড়ালপুলের নীচে আগুন, ঘটনাস্থলে রয়েছে দমকলের ১০টি ইঞ্জিন
    আনন্দবাজার | ১৪ ফেব্রুয়ারি ২০২৫
  • আবার অগ্নিকাণ্ড। এ বার শিয়ালদহ উড়ালপুলের নীচে আগুন লাগল। বৃহস্পতিবার রাতের ওই অগ্নিকাণ্ডে একাধিক দোকান ভস্মীভূত। খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছয় দমকলের সাতটি ইঞ্জিন। পরে আরও তিনটি ইঞ্জিন আসে। আগুন নেভানোর কাজে হাত লাগান স্থানীয়েরাও। তবে কী ভাবে আগুন লেগেছে তা এখনও স্পষ্ট নয়।

    দমকল সূত্রে জানা গিয়েছে, বৃহস্পতিবার রাত পৌনে ১১টা নাগাদ উড়ালপুলের তলার চা ও ফল দোকানের কোনও একটিতে আগুন লাগে। ঘিঞ্জি এলাকা হওয়ার কারণে শিয়ালদহ উড়ালপুলের উপর থেকেই আগুন নেভানোর চেষ্টা করে দমকল। অগ্নিকাণ্ডের ফলে এলাকায় যান চলাচল থমকে যায়। ঘটনাস্থলে রেলপুলিশের পাশাপাশি হাজির হয় মুচিপাড়া থানার পুলিশও।

    এর আগে গত সোমবার তারাতলা কেপিটি কোয়াটার্স সংলগ্ন অঞ্চলে অগ্নিকাণ্ডের ফলে ভস্মীভূত হয়েছিল ২৫টিরও বেশি ঝুপড়ি। একই দিনে আগুন লাগার ঘটনা ঘটে চিংড়িঘাটার চাউলপট্টি রোডের ভ্যাটে। তার আগে ৯ ফেব্রুয়ারি রাতে নারকেলডাঙায় খালপাড়ের পাশের বস্তিতে অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছিল। দীর্ঘ চার ঘণ্টার প্রচেষ্টায় আগুন নেভায় দমকলের ১৬টি ইঞ্জিন। পুড়ে ছাই হয়ে গিয়েছিল ৩০ টিরও বেশি ঘর।

  • Link to this news (আনন্দবাজার)